- এই মুহূর্তে
- মে ৭, ২০২২
কলকাতায় হাজার পেরলো রান্নার গ্যাসের দাম
কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে গুনতে হবে ১০২৬ টাকা।

আবার গ্যাসের দাম বাড়ল এক ধাক্কায় সিলিন্ডার পিছু ৫০ টাকা । কলকাতায় এখন ১৪.২ কেজি রান্নার গ্যাসের জন্য দাম দিতে হবে ১০২৬ টাকা। শুক্রবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দাম বেড়ে গেল ৫০ টাকা ।এর আগে গত ২২ মার্চ ৫০ টাকা বেড়ে ৯৭৬ টাকা হয়েছিল এলপিজি সিলিন্ডার। এবার দাম হাজার পেরিয়ে গেল। নিত্যপ্রয়োজনীয় জিনিস, ভোজ্য তেল থেকে শুরু থেকে শাক-সবজির, মাছ, আলু, ডিম, মাংসের মূল্যবৃদ্ধি বেলাগাম। আর নামমাত্র সরকারি ভর্তুকিতে সাশ্রয় সম্ভব নয়। এই পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ার কারণে মধ্যবিত্তের খরচ আরও বাড়ল।
দিনকয়েক আগেই ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১০২ টাকা ৫০ পয়সা বেড়েছিল একধাক্কায়। এই দাম বাড়ার ফলে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম হয়েছে ২,৩৫৫ টাকা ৫০ পয়সা। এছাড়াও ৫ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৬৫৫ টাকা। তবে কলকাতায় এই দফায় ৯.৫০ পয়সা কমায় ১৯ কেজি রান্নার গ্যাসের দাম হয়েছে ২৪৪৫ টাকা, যা মাসের পয়লা দিনেই ১০০ টাকা বেড়েছিল।নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশছোঁয়া। তার উপর ফের গ্যাসের দাম ৫০ টাকা বাড়াতেই অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের। অন্যদিকে করোনাকালে রুজি-রোজগারে কমেছে দেশবাসীর বড় অংশের। তার উপর নিত্য রোগ-জ্বালা সারাতেও খরচ কম হয় না । সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন জনসাধারন । ফলে তেলে শুল্ক কমানো এবং গ্যাসে ভর্তুকি বাড়ানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে।
❤ Support Us