Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৪

৭ জানুয়ারি সাতদিক থেকে মিছিল ঢুকবে ব্রিগেডে, মিছিলের পথ জানালেন মীনাক্ষী

আরম্ভ ওয়েব ডেস্ক
৭ জানুয়ারি সাতদিক থেকে মিছিল ঢুকবে ব্রিগেডে, মিছিলের পথ জানালেন মীনাক্ষী

ডিওয়াইএফআই-র ইনসাফ ব্রগেড আগামী ৭ জানুয়ারি। সমাবেশের প্রস্তুতি এখন শেষ পর্যায়। ব্রিগেডের মিছিলের রুট কি হবে তা জানিয়ে দিলেন ডিওয়াইএফআই-র রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, ৭ জানুয়ারি, রবিবার, শহরের সাতটি প্রান্ত থেকে মিছিল ব্রিগেডে আসবে। এই সমাবেশের জন্য চাঁদা তোলা হচ্ছে, স্বচ্ছতার সঙ্গে এই চাঁদার হিসেব রাখা হচ্ছে, স্পষ্ট করে এই কথা জানিয়ে দিয়েছেন যুবনেত্রী মীনাক্ষী।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৭ জানুয়ারির সমাবেশের অনুমতি নিয়ে সমস্যা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অনুমোদন নিয়ে কোনও সাড়া মেলেনি প্রথমে। তবে গত সপ্তাহে ইতিবাচক বার্তা এসেছে বলে  জানান মীনাক্ষী। তিনি বলেন, ৭ জানুয়ারি শহরের সাত দিক থেকে মিছিল আসবে ব্রিগেডে। হাওড়া ও শিয়ালদহ থেকে দুটি বড় মিছিলের পাশাপাশি খিদিরপুর, হাজরা, সুবোধ মল্লিক স্কোয়্যার, পার্কসার্কাস, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে জমায়েত হবেন সকলে। মীনাক্ষীর কথায়, ঘাম ঝরিয়ে ব্রিগেডে যাবেন মানুষ, চুরির টাকা দিয়ে নয়।”

তবে মীনাক্ষী তাঁর বক্তব্যের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো, এতদিন ধরে ডিওয়াইএফআই-এর রাজ্যজুড়ে “ইনসাফ যাত্রা” এবং ব্রিগেডের এই সমাবেশের হিসেব ৭ জানুয়ারি প্রকাশ্যে আনার ঘোষণা। বাম ছাত্র-যুবরা বাংলায় “ইনসাফ যাত্রা” নিয়ে জেলায় জেলায় ঘোরার সময় চাঁদা সংগ্রহ করেছিল দলের কাজের জন্য। সিপিএম এভাবেই তহবিল সংগ্রহ করে দীর্ঘদিন দল চালাচ্ছে। তবে এবার নগদ টাকার পাশাপাশি কিউআর কোড দিয়ে অনলাইনেও টাকা সংগ্রহ করেছে সিপিএমের যুব সংগঠন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!