শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
২০২৩-২৪ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার কমতে পারে। মুডির সাম্প্রতিক প্রতিবেদনে তেমনই ইঙ্গিত। বলা হয়েছে, ৫.৫ শতাংশে নেমে যেতে পারে আর্থিক বৃদ্ধি। নভেম্বরে একই সংস্থা জানিয়েছিল ৭ শতাংশ থেকে ৬.৮ শতাংশে নেমে আসতে পারে বৃদ্ধির হার। তবে সমীক্ষকরা জানাচ্ছেন, ভারতের সামগ্রিক আর্থিক বিকাশে ২০২৩ সালের বাজেট নির্ণায়ক হয়ে উঠতে পারে।
মুডি তাঁদের প্রতিবেদনে জানাচ্ছেন, এবছরের বাজেটে মোট জাতীয় উৎপাদনের ৩.৩ শতাংশ মূলধনী ব্যায়ের জন্য বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ মোট পরিমাণ ১০ ট্রিলিয়ন ডলার। শেষ চারমাসে বৈদ্যুতিক সরঞ্জাম, বস্ত্র, খাদ্যদ্রব্যের দাম উচ্চহারে বেড়েছে। অন্যদিকে, ৯৪ শতাংশ উৎপাদক তাদের পণ্য উচ্চহারে বাজারে বিক্রি করছেন। তার পরিণতিস্বরূপ, গত তিনমাসে উৎপাদিত দ্রব্যের দাম সবথেকে ধীর গতিতে বেড়েছে।
কাজের বাজারের ক্ষেত্রেও শোচনীয় অবস্থা। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অত্যন্ত ধীরে গতিতে বেড়েছে কর্মে নিযুক্ত হওয়া মানুষের সংখ্যার হার। ফেব্রুয়ারি মাসে যদিও সামান্য বৃদ্ধি ঘটেছে, কিন্তু মূল চিত্রটা মোটামুটি একই। আসলে বেসরকারি সংস্থা গুলো নিজেদের কার্যক্ষমতার ওপর জোর কম দেওয়ায় সামগ্রিকভাবে চাকরির বাজারের ক্ষেত্রে খুব সামান্যই পরিবর্তন ঘটেছে। আইএমএফ অবশ্য দাবি করছে আগামী অর্থ বছরে ভারতের আর্থিক বৃদ্ধি আরো ধীর হতে পারে। ৬.১ শতাংশে নেমে আসতে পারে অর্থনীতির সম্প্রসারণের হার।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34