Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ২৫, ২০২২

তুরস্কের প্রেসিডেন্ট: যুদ্ধ দমনে ব্যর্থ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন।

তুরস্কের প্রেসিডেন্ট: যুদ্ধ দমনে ব্যর্থ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন।

বৃহস্পতিবার থেকে ইউক্রেনে ওপর হামলা শুরু করেছে রাশিয়া। রুশ সৈন্যরা উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে, বড় বড় শহর ও সেনা ঘাঁটিতে মুহূমুহূ গোলা-বারুদের ধোঁয়া, ক্ষেপনাস্ত্রের আওয়াজে চারদিকে আর্তনাদ । শুক্রবার ভোরেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। দিনের আলো বারার সাথে সাথে কিয়েভের আকাশে প্রবেশ করতে শুরু করে একের পর এক রুশ হেলিকপ্টার।

বেসামরিক নাগরিকসহ দেড়শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের অন্তত ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংসসহ গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চেরনোবিল নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা। পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত দুই দেশের সেনাসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করছে কিয়েভ। তবে ইউক্রেনে প্রথমদিনের অভিযান সফল বলে দাবি করেছে মস্কো।

এদিকে আশ্বাস দিলেও যুদ্ধ শুরুর পর বন্ধু রাষ্ট্রগুলোকে পাশে না পাওয়ার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় কিয়েভে রুশ আগ্রাসন শুরুর পর পশ্চিমারা তাদের কথা রাখেনি বলে দাবি করেছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসেডেন্টের পর ন্যাটো জোটের দিকে আঙুল তুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তিনি বলেছেন,ইউক্রেনে রুশ হামলায় ন্যাটো জোটের আরও তৎপর হয়ে দৃঢ়সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাঁর মতে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সঙ্কট মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

রাশিয়ার পদক্ষেপকে কেবলই নিন্দাজনক একথা সকলেই বলছেন। কিন্তু যুদ্ধ দমনে কেউ কোনও কড়া পদক্ষেপ নিচ্ছে না। এরদোয়ান আশা প্রকাশ করেন, আজ ন্যাটোর যে শীর্ষ বৈঠক হবার কথা রয়েছে, সেই বৈঠকে একটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হোক।সর্বশেষ খবরে জানা গেছে রুশ বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করা শুরু করেছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!