Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৭, ২০২৪

বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ, চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ, চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে

শনিবার সাত সকালে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের শিমুলিয়া গ্রাম। বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ভোটর মুখে ব্যাপক চাঞ্চল্য হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকা। শনিবার সকালে হাসনাবাদের শিমুলিয়া গ্রামের ঘটনা।  হাসনাবাদ পঞ্চায়েতটি হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে। পঞ্চায়তের ক্ষমতায় বিজেপি। বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়িতে রান্না ঘরে বিস্ফোরণ ঘটে।

নিমাই দাস ২০২১ সালে হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন। একই বাড়িতে তাঁর ভাই দিলীপ দাস পাশাপাশি থাকেন। দিলীপ বিজেপির সক্রীয় কর্মী। এদিন সকালের দিলীপবাবুর স্ত্রী রান্না করছিলেন। এমন সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রান্না ঘরের বাসনপত্র এদিক ওদিক ছড়িয়ে যায়। দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস জখম হন। তবে তাঁর আঘাত তেমন গুরুতর নয়। শ্যামলী বিস্ফোরনের শব্দে ভয় পেয়ে ছুটে পাশের পুকুরে ঝাঁপ দেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকট শব্দ শুনে এলাকার মানুষ ছুটে আসেন। তাঁরা দেখেন রান্না ঘর লন্ডভন্ড। জিনিসপত্র ছড়িয়ে রয়েছে চারিদিকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। পুলিশ বাড়িটিকে সিল করে দিয়েছে। বিজেপি নেতা নিমাই দাস ও তাঁর ভাই দিলীপ দাস জানান, শুক্রবার তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। সপরিবারে পাশের গ্রামে কীর্তন শুনতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে বোমা রেখে গেছে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, হাসনাবাদ পঞ্চায়েত বিজেপি সংখ্যাগরিষ্ঠ। পঞ্চায়েত চালাতে ব্যর্থ হওয়ায় বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। এখন ভোটে সন্ত্রাস করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বোমা মজুত রেখেছিল ওই বাড়িতে। এই নিয়ে বিজেপি–‌তৃণমূলের তরজা শুরু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বিজেপি নেতা নিমাই দাস, তাঁর ভাই দিলীপ দাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!