Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ১৮, ২০২৫

‘বুং’: মণিপুরের অব্যক্ত আখ্যান ! আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত ফারহান আখতার প্রযোজিত চলচ্চিত্রের প্রদর্শন এবার ভারতে

আরম্ভ ওয়েব ডেস্ক
‘বুং’: মণিপুরের অব্যক্ত আখ্যান ! আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত ফারহান আখতার প্রযোজিত চলচ্চিত্রের প্রদর্শন এবার ভারতে

বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসার ঝড় তোলার পর অবশেষে ভারতে মুক্তি পেতে চলেছে মণিপুরভিত্তিক ছবি ‘বুং’। ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ। পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী-র প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবিই এখন দেশীয় প্রেক্ষাগৃহে আলোচনার কেন্দ্রে।

‘বুং’-এর কাহিনি যতটা সরল, ততটাই আবেগঘন। মণিপুরের এক কিশোর বুং মাকে চমকে দিতে চায় এক অমূল্য উপহার দিয়ে। তার বিশ্বাস, বহুদিন ধরে নিখোঁজ বাবাকে ফিরিয়ে আনাই হবে সবচেয়ে বড়ো উপহার। কিন্তু বাবার খোঁজে বেরিয়ে শেষ পর্যন্ত যে অভিজ্ঞতার মুখোমুখি হয় সে, তা শুধু উপহার নয়, ধরা দেয় নতুন জীবনের দিশা। চলচ্চিত্রে বুং-এর ভূমিকায় অভিনয় করেছেন শিশুশিল্পী গুগুন কিপগেন। পাশাপাশি উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন বিক্রম কোছর, বালা হিজাম, হামোম সাদানন্দ এবং জেনি খুরাই।

গত ২ বছরে ছবিটি ঘুরেছে বিশ্বের নানা প্রান্তে। প্রদর্শিত হয়েছে কানাডার ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫, এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৪, বার্কশায়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪, ইন্ডো-জার্মান ফিল্ম উইক-সহ একাধিক মঞ্চে। বিভিন্ন উৎসবে ছবিটি পেয়েছে প্রশংসা ও পুরস্কার। এর মধ্যে রয়েছে ‘এক্সেলেন্স ইন ফিচার ফিল্মমেকিং’ সম্মান। মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে গুগুন কিপগেন জিতেছেন বিশেষ উল্লেখযোগ্য পুরস্কার। কানাডার আন্তর্জাতিক উৎসবের জুরি পরিষদ এই ছবি দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলেছে, ‘বুং’-এর গল্প গভীর বাস্তবতায় ভরপুর, যা শিশুসুলভ নিষ্পাপ দৃষ্টিভঙ্গি দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি একদিকে পূর্ণাঙ্গ, অন্যদিকে মর্মস্পর্শী। দর্শককে এমন আবেগঘন যাত্রায় নিয়ে যায়, যা দীর্ঘদিন মনে গেঁথে থাকে।’ ছবিটি নিয়ে আবেগঘন বক্তব্য রেখেছেন পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবীও। তাঁর কথায়, ‘বুং’ আসলে সেই বই, যা আমি লিখতে পারিনি। ছোটবেলায় ঠাকুমার লোককথা আমাকে যে উষ্ণতা দিয়েছিল, তারই রূপকথার আলো থেকে জন্ম নিয়েছে এ ছবি। মণিপুরের মানুষের দৃঢ়তা ও লড়াইকে উৎসর্গ করেছি এতে। এ এক অবিশ্বাস, আনন্দ আর কৃতজ্ঞতার মুহূর্ত। অবশেষে একটি মণিপুরি ছবি বৃহত্তর ভারতের দর্শকের কাছে পৌঁছচ্ছে।’ বুধবার এক্সেল এন্টারটেনমেন্ট তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছে। পোস্টারে লেখা— ‘এসো, ‘বুং’-এর সঙ্গে দেখা করো। ১৯ সেপ্টেম্বর, ২০২৫ থেকে নির্বাচিত প্রেক্ষাগৃহে।’ প্রেক্ষাগৃহে মুক্তির আগে থেকেই তাই কৌতূহল তুঙ্গে। আন্তর্জাতিক খ্যাতি ও পুরস্কারে ঝুলিতে ভরপুর এই ছবি কতটা দর্শক টানতে পারবে মূলধারার ভারতীয় বাজারে, এখন সেদিকেই নজর সিনেপ্রেমীদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!