- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৯, ২০২৩
ডেঙ্গি নিয়ে বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ

রাজ্যজুড়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি, রাজ্য প্রশাসন নির্বিকার। এমনকি মৃত্যুর পরিসংখ্যানেও রাজ্য কারচুপি করছে। এমনটাই অভিযোগ বিজেপি মহিলা মোর্চার। এই অভিযোগকে সামনে রেখেই শুক্রবার বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযানকে ঘিরে পুলিশ-বিজেপি মহিলা মোর্চার কর্মীদের মধ্যে ধুন্ধুমারকাণ্ড।
এদিন রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির বাড়বাড়ন্তের প্রতিবাদে স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমার কর্মসূচি ছিল বিজেপি মহিলা মোর্চার। সেই মতো মিছিল করেন দলীয় কর্মী-সমর্থকরা। তবে স্বাস্থ্যভবনের বেশ কিছুটা আগেই ব্যারিকেড করে পুলিশ রেখেছিল আগে থেকেই। ব্যারিকেড ভেঙে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা এগনোর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলেই অভিযোগ। শেষ পর্যন্ত তাঁরা স্বাস্থ্যভবনে ঢুকতে পারেননি। বিক্ষোভকারীরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
মশাবাহিত রোগ এখন রাজ্য প্রশাসনের রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে দফায় দফায় নবান্নে বৈঠক হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক জায়গা পরিদর্শন করেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তবে তা সত্ত্বেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রাণহানিও রোখা যাচ্ছে না। এই প্রসঙ্গে বিজেপি মহিলা মোর্চার রাজ্যের বিরুদ্ধে অভিযোগ, রাজ্য প্রশাসন নির্লিপ্ত।
❤ Support Us