Advertisement
  • এই মুহূর্তে দিন-দুনিয়া ভা | ই | রা | ল
  • আগস্ট ২৩, ২০২২

ভাইরাল: প্রধাণ মন্ত্রীর ‘পার্টি ভিডিও’। নির্দোষ প্রমাণ করতে নিলেন ড্রাগ টেস্ট।

দেশবাসীদের ভুল ধারণা ভাঙ্গার জন্য স্বইচ্ছায় একটি ড্রাগ টেস্ট করান প্রধান মন্ত্রী।

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাইরাল: প্রধাণ মন্ত্রীর ‘পার্টি ভিডিও’। নির্দোষ প্রমাণ করতে নিলেন ড্রাগ টেস্ট।

চিত্র সংগৃহীত

ফিনল্যান্ডের প্রধান মন্ত্রী, সান্না মারিনকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিষয়, লিক হওয়া তার একটি ভিডিও। ভিডিওটিতে দেখা গেছে বন্ধুদের সাথে নাচে বুদ প্রধান মন্ত্রী। প্রশ্ন করেছেন বিরোধী পক্ষ, একজন প্রধান মন্ত্রীর পক্ষে এ ধরণের আচরণ কী শোভনীয়? তিনি কী কোনো ড্রাগের প্রভাবে ছিলেন?

প্রধান মন্ত্রীর সমর্থন করে, ফিনল্যান্ডের বহু মহিলা নিজেদেরর নাচার ভিডিও পোস্ট করছেন অনলাইন মাধ্যমে। দেশজুড়ে চলছে “পার্টি ভিডিও” পোস্ট করবার ট্রেন্ড। ইতিমধ্যেই প্রধান মন্ত্রীর ভিডিওটি ভাইরাল হয়ে পরেছে সারা বিশ্বে। সমর্থন ও সমালোচনার ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

বিরোধী এবং দেশবাসীদের ভুল ধারণা ভাঙ্গার জন্য স্বইচ্ছায় একটি ড্রাগ টেস্ট করান প্রধান মন্ত্রী। ফলাফল নেগেটিভ। প্রধান মন্ত্রীর শরীর থেকে কোনও রকমের ড্রাগের চিহ্ন পাওয়া যায়নি। মিডিয়াকে তিনি জানান, তাঁরও একটি সাধারণ জীবন আছে, কাজের পর যে অবসর তিনি পান, তা পরিবারের সঙ্গে অথবা বন্ধুদের সাথে আনন্দ করে কাটান।

এইরূপ ঘটনা এর আগেও ঘটেছে, ২০২১ সালে প্রধান মন্ত্রী জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা করেন, কোরোনা পরিস্থিতিতে একটি ক্লাবে গিয়ে অবসর যাপন করবার জন্য।

বিরোধীদের এবং সমালোচকদের প্রশ্নের উত্তর দিয়ে মারিন জানান, তিনি কোনও অপরাধ করেননি। তাঁর বয়সী ব্যক্তিদের পক্ষে এটি খুবই সাধারণ একটি ঘটনা। তিনি আগেও এরম ছিলেন এবং পরে এরমই থাকবেন।


❤ Support Us
error: Content is protected !!