- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৭, ২০২৩
সৌরভের জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকার

সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন ভারতের এই প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার থেকে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। ২১ মে থেকেই তাঁর নিরাপত্তা বেড়ে যাচ্ছে। মঙ্গলবার ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়টি নিয়ে পর্যালোচনা হয়। সেখানেই সৌরভের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সৌরভের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। তিনি যেখানেই যান, তাঁকে একঝলক দেখার জন্য সকলেই ভিড় করে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরা বা বাউন্সার থাকতে। তার মাঝেই সৌরভ ভিড় কাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের নানা প্রান্তে তাঁকে যেতে হয়। কিন্তু রাজ্য সরকার আর কোনও ঝুঁকি নিতে চায় না। সবদিক বিবেচনা করেই সৌরভের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
ওয়াই ক্যাটাগরিতে সৌরভের সঙ্গে এখন একজন নিরাপত্তারক্ষী থাকেন। জেড ক্যাটাগরিতে তাঁর সঙ্গে সব সময় দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন। এছাড়া তিনি যখন কোনও অনুষ্ঠানে যোগ দিতে যাবেন, তখন তাঁর গাড়ির সামনে এসকর্ট থাকবে। সশস্ত্র বাহিনীও থাকবে। এছাড়া বাড়িতেও অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে।
ইতিমধ্যেই কলকাতা স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা সৌরভের বেহালার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে এসেছেন। বাড়ির ঢোকার রাস্তা এবং আশেপাশের পরিস্থিতি সবই পরিদর্শন করেছেন। সৌরভ কলকাতায় ফিরলে তাঁর সঙ্গে আলোচনা করে নিরাপত্তার ধরণ চূড়ান্ত হবে। শনিবার দিল্লি থেকে সৌরভের কলকাতায় ফেরার কথা।
❤ Support Us