Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৩০, ২০২১

গোয়ায় বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের বার্তা মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
গোয়ায় বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের শেষ দিনে তাঁর সঙ্গে দেখা করেন গোয়া ফরওয়ার্ড পার্টির অন্যতম শীর্ষ নেতা বিজয় সরদেশাই৷ ৷ গোয়া বিধানসভা নির্বাচনে দুই দলের জোট গঠনের লক্ষ্যেই যে এ দিনের বৈঠক, তা  স্পষ্ট করে দিয়েছেন বিজয় সরদেশাই। ২০১৭ সালে গোয়ায় সরকার গঠনে বড় ভূমিকা নিয়েছিল গোয়া ফরওয়ার্ড পার্টি৷ এই মুহূর্তে গোয়ায় তাদের তিন জন বিধায়ক রয়েছে ৷

এ দিনও বিজেপি বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আগে বিজয় সরদেশাই বলেন, ‘দু’ বছর ধরে আমরা সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট হওয়ার কথা বলে আসছি৷ তখন আমাদের কথা কেউ শোনেনি৷ এখানে তখন তৃণমূল কংগ্রেসও ছিল না ৷ গোয়া ফরওয়ার্ড পার্টির ওই নেতার মতে, গোয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের জোট হলে বিধানসভা নির্বাচনের ফলাফলে চমকে দিতে পারে দুই দল৷


❤ Support Us
error: Content is protected !!