Advertisement
  • বৈষয়িক
  • অক্টোবর ১২, ২০২৩

প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার ইঙ্গিত, দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে ৮টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই বেসরকারিকরণ হতে চলেছে

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার ইঙ্গিত, দেশের  ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে ৮টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই বেসরকারিকরণ হতে চলেছে

দেশে আর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কী থাকবে না? দেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই কি বেসরকারিকরণের পথে? সে রকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্যের কথায়। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল বলছেন, আগামী দিনে চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবিত থাকবে। এবং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল বলেছেন,”আমার মনে হয়,চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকবে। এবং তারাই ভবিষ্যতে ভারতীয় ব্যাঙ্ককিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” তবে সঞ্জীববাবু জানান, তিনিও চান ধীরে ধীরে ব্যাঙ্কিং ব্যবস্থার ক্ষেত্রে বেসরকারি অংশীদারীত্ব বাড়ুক। সরকারের হাতেও ব্যাঙ্কিং সেক্টরের একটা অংশ নিয়ন্ত্রণ রাখার উপরও তিনি জোর দিয়েছেন।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের মূল লক্ষ্য হচ্ছে বিলগ্নিকরণ এবং বেসরকারিকরণ। দুই আগে কেন্দ্রীয় বাজেটেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বেসরকারিকরণের জন্য প্রাথমিকভাবে চারটি মাঝারি মাপের ব্যাঙ্ককে বেছে নেয় নরেন্দ্র মোদির সরকার। সেগুলির বেসরকারিকরণের প্রক্রিয়া এখনও চলছে। সঞ্জীব সান্যাল প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্য। স্বাভাবিকভাবেই তিনি সরকারের নীতি সম্পর্কে খুব বেশিই অবগত থাকবেন , এটা আশা করে যায়। তাছাড়া আগামী দিনে কী পদক্ষেপ সরকার করতে পারে, সেটাও যে তিনি জানেন, তাও বাস্তব। তাঁর কথাতেই আন্দাজ করা হচ্ছে, সরকার হয়তো আগামী দিনে বেসরকারিকরণের পথে হাঁটতে পারে।

সারা দেশে এই মুহূর্তে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে। সেগুলো হল ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর মধ্যে কোন চারটি ব্যাঙ্ক রাখা হয়, আর কোন আটটি ব্যাঙ্ক বেসরকারিকরণ হয়, সেটাই দেখার। তবে কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করেও কিছু করতে পারছে না ব্যাঙ্ক কর্মচারী ও অফিসারদের সংগঠনগুলো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!