- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৩, ২০২৫
দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

সাদা বলে বিশ্ব ক্রিকেটকে শাসন অব্যাহত ভারতের। ২০২৩ সালে পুরুষদের একদিনের বিশ্বকাপে অল্পের জন্য খেতাব হাতছাড়া হলেও গতবছর টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন রোহিত শর্মারা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজেও দাপট অব্যাহত সূর্যকুমার যাদবদের। এরই মাঠে মেয়েদের ক্রিকেটেও সাফল্য। মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে খেতাব জিতল ভারত। মেয়েদের ক্রিকেটেও ‘চোকার্স’ তকমা সেঁটে থাকল দক্ষিণ আফ্রিকার গায়ে। অন্যদিকে, অপরাজিত থেকেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েদের। এই নিয়ে পরপর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। গোটা প্রতিযোগিতাতেই দুরন্ত বোলিং ভারতীয় স্পিনারদের। এদিনও ভারতীয় স্পিনারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। মাত্র ১১ রানেই প্রথম উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ওভারেই বাঁহাতি স্পিনার পারুনিকা সিসোদিয়া তুলে নেন সিমোনে লৌরেন্সকে (০)। চতুর্থ ওভারে অন্য ওপেনার জেম্মা বোথাকে (১৪ বলে ১৬) ফেরান সবনম শাকিল। এরপর দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে ভাঙন ধরান আয়ুশি শুক্লা, গঙ্গোদি তৃষারা।
একসময় ৭৪ রানে ৫ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ৮২ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। অর্থাৎ শেষ ৫ উইকেট হারায় মাত্র ৮ রানে। সর্বোচ্চ রান করেন মিয়েকে ভ্যান ভুর্স্ট (১৮ বলে ২৩)। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৩ উইকেট নেন গঙ্গোদি তৃষা। ৬ রানে ২ উইকেট পারুনিকা সিসোদিয়ার। আয়ুশি শুক্লা নেন ৯ রানে ২ উইকেট। বৈষ্ণবী শর্মার ২৩ রানে ২ উইকেট।
জয়ের জন্য ৮৪ রানের লক্ষ্য মোটেই কঠিন ছিল না ভারতের কাছে। ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন গঙ্গোদি তৃষা। তুলনায় জি কমলিনী কিছুটা সতর্ক ছিলেন। ভারতের একমাত্র উইকেটের পতন ঘটে ৩৬ রানের মাথায়। পঞ্চম ওভারের তৃতীয় বলে আউট হন কমলিনী (১৩ বলে ৮)। এরপর ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন গঙ্গোদি তৃষা ও সনিকা চালকে। ১১.২ ওভারেই জয়ের লক্ষ্যে (৮৪/১) পৌঁছে যায় বারত। ৩৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন গঙ্গোদি তৃষা। ২২ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন সনিকা চালকে। দুরন্ত অলরাউন্ড পারফরমেন্সের জন্য ফাইনালের ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গঙ্গোদি তৃষা।
❤ Support Us