শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আদানিকে অতিক্রম করে ফোর্বসের সাম্প্রতিক ধনী ভারতীয়দের তালিকায় শীর্ষ স্থানে আম্বানি। শুধু ভারত নয়, মোট ৮৪.৩ বিলিয়ন ডলার সম্পদের মালিক এখন এশিয়ার মধ্যেও সবথেকে বড় ধনকুবের।
অন্যদিকে, ৮৪.১ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বে ধনীদের তালিকায় দশম স্থানে রয়েছেন আদানি। বিশ্বের সবথেকে বড় ধনকুবেরদের তালিকায় অবশ্য শীর্ষ স্থানে রয়েছেন লুই ভুঁইতোর প্রতিষ্ঠাতা বার্নাড আরনল্ট। দ্বিতীয় স্থানে এলন মাস্ক।
কয়েকদিন আগেই হিন্ডেনবার্গ সংস্থার প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে দাবি করা হয় যে আদানি গোষ্ঠী তার বিভিন্ন কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের তুলনায় অনেক বেশি দামে শেয়ার বাজারে ছেড়ে প্রচুর সংস্থার টাকা আত্মসাৎ করেছে। যার মধ্যে রয়েছে ভারতের এলআইসি এবং এসবিআইএর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো। যদিও আদানি ইতিমধ্যে এ অভিযোগকে অস্বীকার করেছে । অনেকের ধারণা, হিন্ডেনবার্গ গবেষণা সংস্থার প্রতিবেদনে ফলে আদানির এই অবনমন । তবে আদানির শেয়ারের মূল্য বাড়লে আবার পরিস্থিতি আদানিদের অনুকূলে আসতে পারে, জানাচ্ছেন অর্থনীতিবিদরা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34