Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১০, ২০২৩

গাজা স্ট্রিপের পরিস্থিতি উদ্বেগজনক, ইজরায়েলি রকেটের প্রত্যুত্তর দিল প্যালেস্তাইন

আরম্ভ ওয়েব ডেস্ক
গাজা স্ট্রিপের পরিস্থিতি উদ্বেগজনক, ইজরায়েলি রকেটের প্রত্যুত্তর দিল প্যালেস্তাইন

ইজরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের যে বিরোধ ইদের আগে থেকে শুরু হয়েছে, বিরতি নেই তাতে। গত দুদিন গাজা স্ট্রিপে ইজরায়েলে সমানে বোমা নিক্ষেপ করেছে। এর পাল্টা জবাবে গাজা স্ট্রিপ থেকে দক্ষিণ ইজরায়েলে বেশ কিছু রকেট নিক্ষেপ করা হয়েছে। বাতাবরণ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে।

সূত্রের খবর, গাজা স্ট্রিপে ইজরায়েলের বোমা হামলায় বুধবার ফের দু’জনের মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ইজরায়েল গাজা স্ট্রিপের ওপর লাগাতার বোমা হামলা চালানোয় ইতিমধ্যেই ১৭জনের মৃত্যু হয়েছে। মৃতদের ভিতর রয়েছে শিশু ও মহিলারা। এছাড়া বোমা হামলায় অন্তত ৩৭জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

গাজা থেকে ইজরায়েলে রকেট নিক্ষেপে হামাস যুক্ত নয় বলে ইজরায়েলের সংবাদমাধ্যমের দাবি। এও দাবি করা হয়েছে, ওই রকেট নিক্ষেপের ঘটনায় হামাসের যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি। গাজা স্ট্রিপ থেকে রকেট নিক্ষেপের ঘটনায় ইজরায়েলের সংবাদমাধ্যম নির্দিষ্টভাবে কাউকে চিহ্নিত করেনি।

গত ৪৮ ঘণ্টায় ইজরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের সম্পর্ক ক্রমশ অবনতি হওয়ার পরে ইজরায়েল সেদেশের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, গাজা সীমান্ত সংলগ্ন ইজরায়েলের জনবসতি এলাকা অথবা শহরাঞ্চলগুলি থেকে নাগরিকরা অবিলম্বে যেন নিরাপদ আশ্রয়ে সরে যান। ফলে আপাতত অশান্তি ও হিংসা থামার কোনও সম্ভাবনাই নেই।

একইসঙ্গে গাজার নাগরিকরাও স্বভাবতই বিপদগ্রস্ত। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার খবর অনুসারে, গাজার বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকতে বলেছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের তরফে বলা হয়েছে, গাজা স্ট্রিপের পরিস্থিতি অতীব উদ্বেগজনক। এর জেরে জন পরিষেবামূলক প্রতিষ্ঠানগুলি বন্ধ, বন্ধ গাজার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও। প্রসঙ্গত, ইজরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পরে এদিনই প্রথম ইজরায়েলকে প্রত্যুত্তর দিল প্যালেস্তাইন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!