Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৬, ২০২২

রবীন্দ্রসদনে গীতশ্রীকে শেষ শ্রদ্ধা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
রবীন্দ্রসদনে গীতশ্রীকে শেষ শ্রদ্ধা ।

আজ বেলা ১২টা থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে গীতশ্রীর নশ্বর দেহ। এখানে বিকেল পাঁচটা পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। গত কাল সন্ধ্যায় প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। সাংস্কৃতিক জগতে বড় ক্ষতি, টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখলেন সাংস্কৃতিক জগতে বড় ক্ষতি। উত্তরবঙ্গ সফর কাঁটছাঁট করে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সঙ্গীত অ্যাকাডেমির চেয়ারম্যান ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

কোভিডকে হারালেও, হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধে হেরে গেলেন ৯০ বছরের কিংবদন্তী। ২৭ জানুয়ারি থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের তরফে জানানো হয়, আজ হঠাৎ করেই শিল্পীর রক্তচাপ বেড়ে গিয়েছিল। অস্ত্রোপচারের অংশে নতুন করে ব্যথা শুরু হয়। গতকাল সন্ধে সাড়ে সাতটায় হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বাংলা সঙ্গীত জগতের নক্ষত্র।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!