Advertisement
  • বৈষয়িক
  • মে ১, ২০২৪

ভাগ হয়ে গেল ১২৭ বছরের পুরনো গোদরেজ কোম্পানি

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাগ হয়ে গেল ১২৭ বছরের পুরনো গোদরেজ কোম্পানি

দীর্ঘদিন আগেই ভাগ হয়ে গেছে আম্বানি গোষ্ঠী। এবার সেই পথেই হাঁটল শতাব্দীপ্রাচীন আরও একটা পরিবার, গোদরেজ। ১২৭ বছর বয়সী গোদরেজ গ্রুপের প্রতিষ্ঠাতা পরিবার, যাদের ব্যবসা সাবান, গৃহস্থালির যন্ত্রপাতি থেকে শুরু করে রিয়েল এস্টেট পর্যন্ত বিস্তৃত, তারা নিজেদের সম্পত্তি বিভক্ত করার জন্য একটা চুক্তিতে পৌঁছেছে। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গোদরেজ কোম্পানিকে। একটা গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ, অন্যটা গোদরেজ এন্টারপ্রাইজ। দুই কোম্পানিই গোদরেজ ব্র‌্যান্ড ধরে রাখছে।
গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের হাতে থাকবে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রোপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট এবং অ্যাসটেক লাইফসায়েন্স। এই সংস্থার চেয়ারপার্সনের দায়িত্ব নাদির গোদরেজের হাতে। তাঁর সঙ্গে রয়েছেন নাদির গোদরেজ। অন্যদিকে, গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের দায়িত্বে রয়েছেন আদি গোদরেজের খুড়তুতো ভাই জামশিদ গোদরেজ এবং স্মিতা গোদরেজ কৃষ্ণ। গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের হাতে থাকছে গোদরেজ অ্যান্ড বয়েস এবং এর সহযোগীদের সমন্বয়ে গঠিত মহাকাশ এবং বিমান থেকে প্রতিরক্ষা, আসবাবপত্র এবং আইটি সফ্টওয়্যারের মতো একাধিক শিল্প। চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে জামশিদ গোদরেজ নিয়ন্ত্রণ করবেন৷ তাঁর বোন স্মিতার মেয়ে নিরিকা হোলকার নির্বাহী পরিচালকের দায়িত্বে।
গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের চেয়ারপার্সন হিসেবে আপাতত নাদির গোদরেজ থাকলেও ২০২৬ সালের আগস্টে আদি গোদরেজের ছেলে ফিরোজশা গোদরেজ চেয়ারপার্সনের দায়িত্ব নেবেন। আপাতত তিনি কোম্পানির এক্সিকিউটিভ ভাইস চেয়ারপার্সন হবেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে, এই বিভক্তিকে গোদরেজ কোম্পানিগুলির শেয়ারহোল্ডিংয়ের মালিকানা পুনর্বিন্যাস হিসাবে অভিহিত করা হয়েছে। বলে হয়েছে, ‘‌গোদরেজ পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির স্বীকৃতিতে সম্প্রীতি বজায় রাখার জন্য এবং মালিকানাকে আরও ভালভাবে সারিবদ্ধ করার জন্য একটি সম্মানজনক এবং মননশীল উপায়ে পুনর্বিন্যাস করা হয়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!