Advertisement
  • বৈষয়িক
  • জানুয়ারি ২০, ২০২৩

১২০০০ কর্মীকে ছাঁটাইয়ের পথে গুগল , আর্থিক মন্দার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে মত সংস্থা প্রধানের

আরম্ভ ওয়েব ডেস্ক
১২০০০ কর্মীকে ছাঁটাইয়ের পথে গুগল , আর্থিক মন্দার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে মত সংস্থা প্রধানের

মাইক্রোসফট, আমাজনের পরে কর্মীসংকোচনের পথে পা বাড়াল গুগলও। জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির মাদার কোম্পানি আলফাবেট তাঁর ৬ % কর্মী হ্রাস করতে চায়। যার ফলে প্রায় ১২০০০ কর্মী কাজ হারাতে পারেন বলে আশঙ্কা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে।প্রত্যেক কর্মচারীকে ইমেল করে এই খবর পাঠানো হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও সারাবিশ্ব জুড়ে সংস্থার বিভিন্ন কার্যালয়ে এই কর্মী সংকোচন প্রক্রিয়া চলবে। অন্য দেশের ক্ষেত্রে স্থানীয় নিয়োগ আইন রয়েছে। যে কারণে ছাঁটাই প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংস্থার এক পদস্থ আধিকারিক।  মার্কিন মুলুকে মন্দার আশঙ্কায় তড়িঘড়ি এই কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট ও গুগল। এই ছাঁটাইয়ের পর গুগলের কোন বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা অবশ্য জানা যায়নি।

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রযুক্তির ক্ষেত্রে বড়ো বিপর্যয় নেমে আসতে পারে। সে কারণেই গুগলের এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।  তবে অনেকে এর পিছনে কৃত্রিম বুদ্ধিমত্তার পিছনে বহুজাতিক সংস্থা গুলোর  অর্থ বিনিয়োগকে  দায়ী করেছেন। যে কারণে নতুন করে কর্মী নিয়োগ করবে না কোনো সংস্থা। আলফাবেটের সিইও সুন্দর পিচাই এই পুরো কর্মী সংকোচনের দায় নিজের কাঁধে নিয়েছেন। তবে তিনি আশাবাদী যে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে  বিনিয়োগের মধ্য দিয়ে সংস্থা আবার ঘুরে দাঁড়াতে পারবে।

 ২০২১ সালে প্রায় ১.৫৬ লাখ লোককে নিয়োগ করেছিল  গুগল। তবে ছাঁটাইয়ের বিষয়ে এর আগে গুগল ঘোষণা করেছিল যে একটি ‘নতুন পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমে’ পরিবর্তনের অংশ হিসাবে গুগল কর্মীদের বছরের শেষে বোনাসও পিছিয়ে দিয়েছে। তবে কোম্পানি প্রাথমিকভাবে যোগ্য কর্মচারীদের 80% অগ্রিম বোনাস দেবে এবং বাকিটা পরবর্তী মাসে দেবে বলেও জানিয়ে দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গুগলের অ্যালফাবেটই একমাত্র টেক জায়ান্ট নয় যারা ছাঁটাইয়ের পন্থা অবলম্বন করেছে। এর আগে  মাইক্রোসফট সম্প্রতি ১০,০০০ কর্মী ছাঁটাই করেছে এবং অ্যামাজনও বেশ কয়েকটি ধাপে কর্মী সংকোচন করে  চলেছে। গত বছর নভেম্বর থেকে কর্মী ছাঁটাইয়ের ট্রেন্ডে রয়েছে মেটা, ফেসবুক, টুইটারসহ আরও অনেক বহুজাতিক কোম্পানি। বিশ্বজুড়ে চলতে থাকা আর্থিক মন্দার প্রভাবে আগামী দিনেও বিভিন্ন বিভাগের কোম্পানির কর্মীদের চাকরি হারানোর সম্ভাবনা রযেছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!