শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রাত পোহালেই চণ্ডীগড়ে শুরু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল বা বলা ভালো জিএসটি কাউন্সিল-এর মিটিং। নানা কারণে আগামীকালের জিএসটি কাউন্সিলের মিটিং উল্লেখযোগ্য । বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আগামীকালের মিটিংয়ে আলোচনা করা হবে।
প্রসঙ্গত, আগামীকালের মিটিংয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হল জিএসটি- এর রেট সংক্রান্ত আলোচনা । জিএসটি এর ক্ষেত্রে যে নির্দিষ্ট রেট রয়েছে, অর্থাৎ বিভিন্ন পণ্য-পরিষেবার ক্ষেত্রে যে নির্দিষ্ট রেট ব্যবহার করার চল আছে–সেই রেটে কিছু রদবদল করার সিদ্ধান্ত আগামীকালের বৈঠকে নেওয়া হতে পারে । এখন দেখার, বাস্তবিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রেট বদল করার বিষয়ে কেন্দ্রীয় সরকার কতদূর এগোয় । প্রকৃতপক্ষেই বিভিন্ন সামগ্রির উপর নয়া রেট জারি করা হয় কিনা সেটাই দেখার বিষয় ।
মিটিং শুরু দুদিন অর্থাৎ জুনের ২৮-২৯ তারিখ এই বৈঠক শুরু হবে । এই বারের বৈঠক আরও একটি কারণে উল্লেখযোগ্য৷ প্রথমবারের জন্য, জিএসটি কাউন্সিলের বৈঠকে রাজ্যগুলোর স্বার্থরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার জন্য একটি কমিটি তৈরি হচ্ছে। এই কমিটিতে কারা থাকবেন? কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধি ছাড়াও থাকবেন আইন বিশেষজ্ঞ সহ একাধিক । এছাড়া থাকতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিটির শীর্ষপদে বসতে পারেন তিনি । সব মিলিয়ে চলতি বছরের জিএসটি কাউন্সিলের বৈঠক নানা কারণে বেশ উল্লেখযোগ্য হতে চলেছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34