Advertisement
  • বৈষয়িক
  • জুন ২৭, ২০২২

জিএসটি কাউন্সিলের মিটিং শুরু আগামীকাল থেকে । নতুন নিয়মে আবার কী বাড়তে চলেছে একাধিক জিনিসের দাম?

আরম্ভ ওয়েব ডেস্ক
জিএসটি কাউন্সিলের মিটিং শুরু আগামীকাল থেকে । নতুন নিয়মে আবার কী বাড়তে চলেছে একাধিক জিনিসের দাম?

রাত পোহালেই চণ্ডীগড়ে শুরু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল বা বলা ভালো জিএসটি কাউন্সিল-এর মিটিং। নানা কারণে আগামীকালের জিএসটি কাউন্সিলের মিটিং উল্লেখযোগ্য । বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আগামীকালের মিটিংয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, আগামীকালের মিটিংয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হল জিএসটি- এর রেট সংক্রান্ত আলোচনা । জিএসটি এর ক্ষেত্রে যে নির্দিষ্ট রেট রয়েছে, অর্থাৎ বিভিন্ন পণ্য-পরিষেবার ক্ষেত্রে যে নির্দিষ্ট রেট ব্যবহার করার চল আছে–সেই রেটে কিছু রদবদল করার সিদ্ধান্ত আগামীকালের বৈঠকে নেওয়া হতে পারে । এখন দেখার, বাস্তবিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রেট বদল করার বিষয়ে কেন্দ্রীয় সরকার কতদূর এগোয় । প্রকৃতপক্ষেই বিভিন্ন সামগ্রির উপর নয়া রেট জারি করা হয় কিনা সেটাই দেখার বিষয় ।

মিটিং শুরু দুদিন অর্থাৎ জুনের ২৮-২৯ তারিখ এই বৈঠক শুরু হবে । এই বারের বৈঠক আরও একটি কারণে উল্লেখযোগ্য৷ প্রথমবারের জন্য, জিএসটি কাউন্সিলের বৈঠকে রাজ্যগুলোর স্বার্থরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার জন্য একটি কমিটি তৈরি হচ্ছে। এই কমিটিতে কারা থাকবেন? কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধি ছাড়াও থাকবেন আইন বিশেষজ্ঞ সহ একাধিক । এছাড়া থাকতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিটির শীর্ষপদে বসতে পারেন তিনি । সব মিলিয়ে চলতি বছরের জিএসটি কাউন্সিলের বৈঠক নানা কারণে বেশ উল্লেখযোগ্য হতে চলেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!