Advertisement
  • ক | বি | তা
  • জানুয়ারি ২৩, ২০২২

গুচ্ছ কবিতা – ১

গোলাম রসুল
গুচ্ছ কবিতা – ১

চিত্র: রাজর্ষি চট্টোপাধ্যায়

পৃথিবী সবচেয়ে একা

সেই সাঁকো পৃথিবী থেকে খুলে আছে দূরে
আলগা লাগে ভীষণ
নিমজ্জিত অন্ধকারে সূর্য শুধু ঘুরে মরে
দিনের বন্দরে রাত্রির জাহাজ
পাহাড় ঠেলে নিয়ে যায় শূন্য হাত
রক্তের গতিশীল ঢেউয়ে সাঁতার কাটি আমরা

মৃত্যু অন্ধকার

আত্মাকে কয়লায় রেখে উড়ে যায়  ফিনিক্স পাখি
তবুও সে ফিরে আসে অন্তহীন উৎসে শুধু ডানায় ডানায়

পৃথিবী সবচেয়ে একা

 

আমিও সেলাই করতে থাকি

গভীর রাতে আমি নিজেকে সেলাই করতে উঠি আর সারা আকাশের সেলাই গুলো ভেসে ওঠে

সোনার লণ্ঠন জ্বলছে দূরে অদৃশ্যে

আমরা অনুসন্ধান করতে যাই
নিজের চোখের ভেতরে মমির আলো

পাথর ঠাণ্ডা করছে হাওয়া আমার জন্য

শুধু বুকটুকু সবচেয়ে উঁচু পাহাড়
সিঁড়ি দিয়ে নেমে যাই নিচে
যেখানে শ্রমিকের মতো কাজ করছে হৃদয়
আর নক্ষত্রদের সাথে আমিও সেলাই করতে থাকি

 

আমার ঢেউ

আয়নার সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমার ঢেউ দেখছিলাম
পাহাড় যখন সমুদ্রের একটি পালক

দিগন্তে ছেঁড়া দুটি হাত
মরার জন্যে তৈরি একটি বাড়ি

আমি খরচ করছি জমানো চাঁদ
অনন্ত রাত্রি

আমার আশা মেঘ

 

♦–♦–♦

 


❤ Support Us
error: Content is protected !!