Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ১, ২০২১

শুভ জন্মদিন

শুভ জন্মদিন

আজ বিশ্বসুন্দরী-অভিনেত্রী ও বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চনের  জন্মদিন। এদিন তিনি ৪৮ বছরে পা দিলেন ।  ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এর অনেক আগে থেকে থেকেই অবশ্য টেলিভিশন বিজ্ঞাপনে তাঁর দেখা মেলে । নবম শ্রেণিতে পড়াকালীন প্রথম ক্যামলিন পেন্সিলের বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি।

মডেলিং বা অভিনয় নিয়ে প্রথমে এগোতে চাননি ঐশ্বর্য। তিনি মেডিসিন নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। পরে আর্কিটেকচার নিয়ে মুম্বইতে পড়াশোনা করেন। তবে শেষ পর্যন্ত সব ছেড়ে ফিরে যান মডেলিং জগতে। ১৯৯৭ সালে তামিল ফ্লিম ইরুভারে প্রথম অভিনয় করেন তিনি। বলিউডে ববি দেওলের সঙ্গে অওর পেয়ার হো গয়া ছবিতে অভিষেক তাঁর।২০০৩ সালে কান চলচ্চিত্র উৎসবে তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী জুরি মেম্বার হিসেবে গিয়েছিলেন। হম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘যোধা আকবর’, ‘ধুম’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের হূদয় জয় করে নেন ঐশ্বর্য। তাঁর স্টাইল, ফ্যাশন ও সহকর্মীদের সঙ্গে রসায়নও নজর কেড়েছে গুণমুগ্ধদের।

২০০৭ সালে অভিষেক বচ্চনের  সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ঐশ্বর্য। বিয়ের চার বছর পরে তাঁদের জীবনে আসে আরাধ্যা। মেয়ের জন্ম দেওয়ার আগে পর্যন্ত একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে ঐশ্বর্যকে। কিন্তু আরাধ্যার জন্মের পর কিছু সময়ের জন্য ‘ব্রেক’ নিয়েছিলেন তিনি। ঐশ্বর্য রাইকে প্রায়ই তাঁর মেয়ের সঙ্গে দেখা যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর মেয়ে আরাধ্যার প্রচুর ছবি রয়েছে। মায়ের মতো নভেম্বরেই জন্ম আরাধ্যারও। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে মায়ের সঙ্গে দেখা গিয়েছিল আরাধ্যাকে। আজ ঐশ্বর্যর জন্মদিন।এই বিশেষ দিনটিতে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁর অনুরাগীরা।

আগামীদিনে ঐশ্বর্যকে দেখা যাবে মণি রত্নম -এর ছবি পনিইন সেলভান-এ। ছবির প্রথম ভাগ মুক্তি পাওয়ার কথা ২০২২ সালে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!