- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২৪, ২০২২
জন্মদিনের শুভেচ্ছা, জিতে রহো জিত ।

গত কয়েক বছর জুড়ে বাংলা গানে একের পর এক নক্ষত্রের উদয় ঘটছে। বাতাসে ভাসছে তাঁদের সুর, স্বপ্ন আকাশে, পা কিন্তু মাটিতে। বাংলা গানের জিৎ গঙ্গোপাধ্যায় এরকমই একজন বিরল সুরের রূপকার। আজ তাঁর জন্মদিন। সপরিবারে পুরুলিয়ায় ঘুরতে গেছেন । বয়স যেন বাড়ছে না ? চকচক করছে তারুণ্য। মাঝে মাঝে গিটারে আঙ্গুল ছোঁয়াতেই গুন গুন করে উঠছে জৈষ্ঠ্যে-কণ্ঠ। প্রকৃতি সঙ্গে মানব মনের এ এক অদ্ভুত খেলা। গানে গানে আনন্দই যেন তাঁর স্বাবাভিক অভিমুখ ।
স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আজ ফোন এলেই তিনি নিজে ধরবেন। সবার সঙ্গে কথা বলবেন এটাই করছেন চন্দ্রাণী। সকাল থেকেই অনুরাগীরাদের শুভেচ্ছা উপছে পড়ছে। আনন্দে ভাসছে জিৎ পরিবার।
জন্মদিনের স্পেশ্যাল মেনু তৈরি করেছেন জিৎ-এর মা। কড়াইশুটির কচুরি, আলুর দম দিয়ে। দুপুর ভোজনের পাতে শুক্তো, পাঁচ রকম ভাজা, তরকারি, মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি, পায়েস— কী নেই। বিনম্র , মার্জিত জিৎ জানিয়েছেন, আমার মা, থালার চারপাশে এগুলো সাজিয়ে না দিলে, মনে হয় না, আজ আমার জন্মদিন।
এ বছরের জন্মদিন একটু আলাদা। পাহাড় সফরে হই-চই আর খুশির জন্মদিন একাকার । দিন কাটছে পাহাড়ি আবহে। গান-বাজনায় ঝঙ্কার উঠবে সন্ধায়। আজকের বাড়তি উপহার চন্দ্রাণীর দেওয়া গিটার, ঘড়ি আর সর্বক্ষণের সঙ্গ ।
ছোটোবেলার দিন গুলো ছিল অন্যরকম। সাদামাটা পরিবার। অভাব থাকলেও, আনন্দের ঘাটতি ছিল না। জন্মদিনে স্পেশাল রান্না পায়েস। মা-ই তাঁকে প্রথম গিটার কিনে দিয়েছ্লেন । এটাই তাঁর সাফল্যের সংগ্রামী সফরের একনম্বর সাথি।
❤ Support Us