- বৈষয়িক
- মে ২২, ২০২৪
ভারতীয়রা অভিভূত , তাজ্জব বিশ্ব বাজারের উদ্যোগীরা। ব্রিটেনে ধনীদের শীর্ষে ভারত সন্তান গোপীচান্দ হিন্দুজা।

২৪-এর সমীক্ষায় , আয়ের অঙ্ক ৩ হাজার কোটি পাউন্ড !
ব্রিটিশ ,আমেরিকান , ইসরাইলি ও চিনের শিল্পপতিরা হার মানলেন। ব্রিটেনেরব সর্বোচ্চ ধনী ব্যক্তির তালিকায় ভারতীয় বংশোদ্ভূত গোপীচান্দ হিন্দুজা। ২০২৪ সালে তাঁর পরিবারের সম্পত্তির পরিমাণ দাঁড়াল ৩৯ হাজার কোটি পাউন্ড। ‘২৩ সালে যা ছিল ৩৭২৩ পাউন্ড । বিস্ময়কর এই বৃদ্ধিতে তাজ্জব ইংল্যান্ডের বণিক সমাজ।
২০১৪ সালেও গোপীচান্দ, তাঁর দাদা ছিলেন পুঁজিবাদী ব্রিটেনের সবচেয়ে ধনী দুই ব্যক্তি । তাঁদের পরিবার টানা ৬ বার বিত্তবানদের শীর্ষস্তরে রয়েছে। এবার তাঁরা উঠে এলেন চূড়ান্ত শীর্ষে । সম্প্রতি ইংল্যান্ডের ‘সানডে টাইমস’ তাঁদের দেশের ১০০০ ধনী ব্যক্তির নাম প্রকাশ করেছে। সবাইকে টপকে এবার শীর্ষস্থান দখল করলেন গোপীচান্দ। নম্র ,সংযত, পরিশ্রমী , উচ্চশিক্ষিত ব্যক্তি,হিন্দুজা গোষ্ঠীর নেতৃত্ব তাঁর হাতে চলে আসার পর থেকে পারিবারিক ব্যবসায় দ্রুত বাড়তে থাকে এবং তা স্পর্শ করে ৩৯ হাজার কোটির সাফল্যকে। পরবাসী হলেও গোপীচান্দ মনে মনে , আচরণে পুরোদস্তুর ভারতীয়, জন্ম মুম্বই শহরে । পিতৃপুরুষের বাড়ি ছিল সিন্ধু প্রদেশে । মাতৃভাষা ভোলেন নি । ইংরেজির পাশাপাশি অনর্গল হিন্দি বলেন।
গোপিচান্দ পরমানন্দ দীপচান্দ ও যমুনাদেবীর মেজো ছেলে । তাঁরা চার ভাই। সবাই পারিবারিক ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত। গোপীচান্দের জন্ম ১৯৪০ সালে , মুম্বাই। ওখানেই প্রাথমিক লেখা পড়া। জয়হিন্দ কলেজের আইনের স্নাতক । পরে পাড়ি দেন লন্ডনে, রিচমন্ড কলেজ থেকে অর্থনীতিতে পিএইচডি করেন । ইচ্ছা করলে , আন্তর্জাতিক খ্যাতির যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারতেন । মন সাড়া দেয়নি। ১৯৫৯ , যোগ দেন পারিবারিক ব্যবসায়। দাদার হাতে হাত রেখে বাড়িয়ে তোলেন ব্যবসা। ১৯১৪ সালে অবিভক্ত সিন্ধু প্রদেশে প্রথম কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন তাঁর বাবা পরমানন্দ। কালক্রমে জড়িয়ে পড়ে হিন্দুজা পরিবার — ব্যাঙ্কিং ,তথ্যপ্রযুক্তি , গাড়ি ,তেল , সাইবার নিরাপত্তা, বিনোদন এবং রিয়াল এস্টেটের বাণিজ্যে । ১৯৮০ দশকে , গালফ ওয়েল ও অশোক লেল্যান্ড হিন্দুজারা অধিগ্রহণ করার পর ব্যবসার আয়তন দ্রুত বাড়তে থাকে। সকল আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি মিলে তাঁদের। নিখুঁত কৌশল , সংশয়হীন সিদ্ধান্ত , গতিশীল চিন্তা আর গোপীচান্দের দূরদৃষ্টি বিশ্ব বাজারে হিন্দুজাদের সাফল্যের চাবিকাঠি। ব্যবসা বিশেষজ্ঞদের অনুমান , আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ববাজারের আরো আরো স্বীকৃতি আদায় করবেন হিন্দুজারা। এই লক্ষ্যে অবিচল তাঁদের আত্মবিশ্বাস । নিষ্ঠা বিচ্যুতিহীন । আপসহীন সুস্থ কর্ম সংস্কৃতির ধারা , উপধারা।
❤ Support Us