Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৭, ২০২৩

সিবিআই-র তদন্তে কেজরীওয়ালের বাড়ি, মিলে যাচ্ছে বিজেপি সম্পর্কে খাড়গের মন্তব্য

আরম্ভ ওয়েব ডেস্ক
সিবিআই-র তদন্তে কেজরীওয়ালের বাড়ি, মিলে যাচ্ছে বিজেপি সম্পর্কে খাড়গের মন্তব্য

সিবিআই-র নজরে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের নতুন বাড়ি। এই বাড়ি তৈরির সময় কোনও অনিয়ম হয়েছিল কি না খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এই নির্দেশ দেওয়া হয়েছে বুধবার। ইতিমধ্যেই কেজরীওয়ালের নতুন বাড়ি নিয়ে প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরুও করে দিয়েছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যেই বাড়িটি নিয়ে সমস্ত সরকারি তথ্য দিল্লি প্রশাসনের কাছে চেয়ে পাঠিয়েছে সিবিআই। আগামী ৩ অক্টোবরের মধ্যে ওই সমস্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর দল আম আদমি পার্টি বা আপ। এই জোট প্রথম থেকেই বলে আসছে, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে হাতিয়ার বানিয়ে বিরোধীদের গতি রুদ্ধ করতে চায়। সম্প্রতিই অন্ধ্রপ্রদেশে বিজেপি সমর্থিত সরকারের পুলিশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে গ্রেফতার করেছে। এ বার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের নতুন বাড়ির তৈরিতে অনিয়মে খুঁজে বের করার নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে কেন্দ্রীয় সংস্থার কাছে।

দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়ে এ বছরের শুরুতেই বিতর্ক তৈরি হয়েছিল। বিজেপি অভিযোগ করেছিল, দিল্লির সিভিল লাইনে কেজরীওয়াল তাঁর বাড়ির সৌন্দর্য্যায়নের জন্য ৪৫ কোটি টাকা খরচ করছেন। এই অভিযোগের ভিত্তিতেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনীত সাক্সেনা মুখ্যসচিবকে এ ব্যাপারে একটি রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। সেই রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

গত মে মাসে সিবিআই ডিরেক্টরের কাছে এ ব্যাপারে একটি পাঁচপাতার চিঠি দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও সিবিআইকে নির্দেশ দেওয়া হল তদন্ত করার। তবে একই সঙ্গে কেজরীওয়ালের বাড়ি নিয়ে একটি অডিট রিপোর্ট তৈরির নির্দেশ গিয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ-এর কাছেও।

প্রসঙ্গত বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের শরিকদের বলেছিলেন, “সবাই প্রস্তুত থাকুন, এবার আপনাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লেগে পড়বে।” দেখা যাচ্ছে খাড়গের সেই মন্তব্য মিলে যাচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!