Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৬, ২০২৩

আর্থিক লেনদেন ঘিরে অভিযোগ, অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের কেন্দ্রীয় নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
আর্থিক লেনদেন ঘিরে অভিযোগ, অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের কেন্দ্রীয় নির্দেশ

এবার অলাভজনক সংস্থা অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিল কেন্দ্র। সংস্থার বিরুদ্ধে ফরে্ন ফান্ড অ্যাক্ট অমান্য করার অভিযোগ উঠেছে। যেভাবে অক্সফ্যাম ইন্ডিয়া বিভিন্ন অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছে তা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পরিপন্থী বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই আইন অনুসারে এভাবে বিদেশি টাকা লেনদেন বেআইনি।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের নির্দেশে গোটা বিষয়টি তদন্ত করে দেখবে সিবিআই। এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

এফসিআরও নিয়ে অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে যে্ অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার সেসম্পর্কে প্রতিক্রিয়া জানায়নি ওই সংস্থা। অভিযোগ, অক্সফ্যাম ইন্ডিয়া বেআইনিভাবে কিছু স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালেও এই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

সূত্রের খবর, আয়কর দফতরের হাতে প্রমাণ রয়েছে, গত বছর অক্সফ্যাম ইন্ডিয়া এফসিআরএ লঙ্ঘন করেছে। অক্সফ্যাম যে সমস্ত সংস্থাকে অর্থ সরবরাহ করত তার অন্যতম সেন্টার ফর পলিসি রিসার্চ। গত বছরের মার্চেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেন্টার ফর পলিসি রিসার্চের লাইসেন্স বাতিল করেছে। ফলে এই সংস্থা কোনও ধরনের বিদেশি অনুদান গ্রহণ করতে পারবে না।

কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের তীব্র নিন্দায় কংগ্রেস। প্রসঙ্গত, গত বছরেই অক্সফ্যাম ইন্ডিয়ার লাইসেন্স বাতিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এরপরে এই অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা রিভিশন পিটিশন দাখিল করেছে। গত সেপ্টেম্বরে অক্সফ্যাম ইন্ডিয়ার দিল্লি অফিসে আয়কর দফতর টানা ৩৫ ঘণ্টার একটি ‘সমীক্ষা’ চালায়। সেইসময়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। এছাড়া সংস্থার কর্মীদেরও অফিস চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!