Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

ভয়ঙ্কর ইয়ান ৩৫০ কিমি বেগে আছড়ে পড়ার আশঙ্কা ফ্লোরিডায়

আরম্ভ ওয়েব ডেস্ক
ভয়ঙ্কর ইয়ান ৩৫০ কিমি বেগে আছড়ে পড়ার আশঙ্কা ফ্লোরিডায়

ইয়ানের ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকল কিউবা। মঙ্গলবার সকালে কিউবার পিনার দেল রিও প্রদেশে ল্যান্ডফল করে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ল্যান্ডফল করার আগে কিউবার প্রশাসন দেল রিও প্রদেশে ৫৫টি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। প্রায় ৫০ হাজার মানুষকে ওই আশ্রয় কেন্দ্রগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিউবার প্রধান তামাক উৎপাদিত অঞ্চলে ফসল রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।

কিউবায় আঘাত করার পর আবহাওয়াবিদরা আশঙ্কা করছিলেন, আরও শক্তিশালী হয়ে ইয়ান মেক্সিকোর  উপসাগরে আছড়ে পড়বে। তারপর ফ্লোরিডার দক্ষিণ–পশ্চিম উপকূলে পৌঁছবে। সেখানকার ২৫ লক্ষ মানু্যকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সেখানকার মানুষকে বিদ্যুৎ বিভ্রাটের জন্য এবং ঝড়ের সম্ভাব্য পথ থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

২২ ঘণ্টারও কম সময়ে ৬৭ শতাংশ শক্তিশালী হয়েছে ইয়ান, যা এককথায় অবিশ্বাস্য। ক্যাটাগরি থ্রি থেকে একদিনের মধ্যে ক্যাটাগরি ফোরের মারাত্মক ঝড়ে পরিণত হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে উষ্ণ সমুদ্রের কারণে ওই ঝড় শক্তিশালী হয়ে উঠেছে বলে আবহাওয়া বিদরা জানিয়েছেন। ঘণ্টায় ২০৯ কিলোমিটারের ঝড় গতি বাড়িয়ে ঘণ্টায় ৩৫০ কিলোমিটারে পরিণত হয়েছে। আবহবিজ্ঞানীরা বলেন, হারিকেন ইয়ান কিউবায় আছড়ে পড়ার পর মেক্সিকো উপসাগর দিয়ে ধেয়ে আসছে ফ্লোরিডার দিকে। ওই উপসাগর সাধারণ সমুদ্রের জলের থেকে ১ ডিগ্রি বেশি উষ্ণ। জলবায়ু পরিবর্তনের কারণেই ওই অঞ্চলে সমুদ্রের তাপমাত্রা বেশি। তার ফলে খুব স্বাভাবিকভাবেই ঝড় শক্তি সঞ্চয় করেছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!