Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ২, ২০২২

পুজোর আগে বাড়ি ফিরব…কথা রাখলেন। কফিনবন্দী দেহ ছুঁয়ে স্ত্রীর প্রশ্ন এরকমভাবে কথা রাখতে কে বলেছিল ?

আরম্ভ ওয়েব ডেস্ক
পুজোর আগে বাড়ি ফিরব…কথা রাখলেন। কফিনবন্দী দেহ ছুঁয়ে স্ত্রীর প্রশ্ন এরকমভাবে কথা রাখতে কে বলেছিল ?

ভারতীয় সেনাবাহিনীতে ১৫ বছর ধরে কাজ করছেন। মাত্র মাস ৬ আগেই মণিপুরের টু-পুলে পোস্টিং হয়েছিলেন ২৪ পরগনার বনগাঁর সন্তু বন্দ্যোপাধ্যায় । সেখানেই বিপত্তি ঘটল । প্রাকৃতিক দুর্যোগে ধসে চাপা পড়ে নিহত হলেন। পুজোর আগেই বাড়িতে ফিরবেন জানিয়েছিলেন । সেটাই হল। কিন্তু এভাবে কফিনবন্দি হয়ে ফিরবেন তা কল্পনা করেননি সন্তু বা তাঁর পরিবার । শুক্রবারই তাঁর কফিনবন্দি দেহ বাড়িতে ফিরলে কান্নায় ভেঙে পড়েন সন্তুর স্ত্রী । সন্তুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

বনগাঁর ব্যারাকপুরের বাসিন্দা সন্তু বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীর ১১ জার্সি ১০৭ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। সেখানে পোস্টিং হওয়ার পর গত এপ্রিল মাসে সন্তু শেষবার বাড়িতে এসেছিলেন। এবার ফিরলেন তবে  কফিনবন্দি হয়ে । সন্তুর শোকাহত স্ত্রী জয়া বলেছেন, বুধবার শেষবার তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছিল। তখনও সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ করে কী হয়ে গেল, তা ভাবতে পারছি না।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রাণচঞ্চল, মিশুকে ছেলে সন্তু । বাড়িতে এলে পাড়া-প্রতিবেশী সকলের সঙ্গেই খুব ভালো ব্যবহার করতেন। ছোটবেলা থেকেই ভারতীয় সেনাবাহিনীতে কাজ করার ইচ্ছা ছিল সন্তুর। সেই ইচ্ছা পূরণ করতে সন্তু নিজেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার সবরকম প্রস্তুতি নিয়েছিলেন। অদম্য জেদ ও নিষ্ঠার জোরে পড়াশোনা শেষ করেই সেনাবাহিনীর চাকরিতে যোগ দেন সন্তু । দেড়দশক  চাকরিতে কাটানোর পর এভাবে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে যে একেবারে হারিয়ে যাবে তা সন্তুর পরিবার থেকে প্রতিবেশী- কেউই কল্পনা করেননি।

উল্লেখ্য, গত ২৯ জুন মণিপুরে নোনে জেলার তুপুল রেলইয়ার্ডে ভূমিধসের কবলে পড়ে ১০৭ টেরিটেরোয়িাল আর্মির একটি ক্যাম্প। গোটা সেনা ক্যাম্পটি সম্পূর্ণ ধসে গিয়েছে। তারপর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু সেনা জওয়ানের। উদ্ধারকাজ শুরু হতেই একের পর এক সেনা-জওয়ানের দেহ উদ্ধার হতে শুরু হয়। শুক্রবার পর্যন্ত ১৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং । যার মধ্যে অনেক বাংলার জওয়ান রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত জওয়ানদের মধ্যে ৯ জন দার্জিলিঙের জওয়ান। এছাড়া উত্তর ২৪ পরগনার কয়েকজন রয়েছেন। এখনও কমপক্ষে ৫৫ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!