শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
কলকাতা পুরসভার প্রায় ১ হাজার কর্মী করোনা আক্রান্ত।
কলকাতায় সংক্রমণ ঊর্দ্ধগামী। এর মধ্যেই গঙ্গাসাগর মেলা । তা নিয়ে রাজনৈতিক কড়চা তুঙ্গে। করোনা রুখতে টেস্ট, কনটেনমেন্ট জোন, দ্রুত টিকাকরণের মতো কাজ চালাচ্ছে কলকাতা পুরসভা। যদিও অনেক জায়গায় করোনা পরীক্ষা নিয়ে সমস্যার অভিযোগ উঠেছে। অনেকের অভিযোগ কেএমসি-র অনেক পরীক্ষা কেন্দ্রে করোনা পরীক্ষা করতে পারছেন না। যদিও এই অভিযোগ উড়িয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, এ মুহূর্তে কলকাতায় ২৯টি কনটেনমেন্ট জোন । টেস্টের সংখ্যা বেশি হওয়ায় রিপোর্ট আসতে দেরি। তারই মধ্যে করোনা পরীক্ষা করাতে এসে যদি কেউ ফিরে যান, তবে তিনি নিজে গিয়ে ব্যবস্থা করবেন । ২ সপ্তাহের মধ্যে পুরসভার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ।
কলকাতা পুরসভার প্রায় ১ হাজার কর্মী করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত স্বাস্থ্য বিভাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ প্রায় ২৫০ জন কর্মী। অবস্থা খারাপ জঞ্জাল সাফাই বিভাগেরও। কমিশনার ও সচিব বিভাগের ১৮ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। পুরসভার জন্ম-মৃত্যু সংশাপত্র বিভাগের ২২ জন কর্মীর মধ্যে, ১৪ জন সংক্রমিত। এই অবস্থায়, আপাতত বন্ধ রাখা হয়েছে বার্থ ও ডেথ সার্টিফিকেট দেওয়া। তবে, এই সংক্রান্ত নথি জমা নেওয়ার জন্য মঙ্গলবার রক্সি সিনেমা হলের দিকে, একটি কাউন্টার খোলা হয়েছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34