- বৈষয়িক
- এপ্রিল ৩, ২০২৩
ভারত ও মালয়েশিয়ার মধ্যে বৈদেশিক বাণিজ্যে লেনদেন এবার ভারতীয় টাকাতেই হবে, বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক, দু’দেশের সরকারেরই মতে, লাভবান হবেন আমদানি ও রফতানিকারকরা

ভারত ও মালয়েশিয়ার মধ্যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেন এবার থেকে ভারতীয় টাকায় হবে। কেন্দ্রীয় সরকার একথা ঘোষণা করেছে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
২০২২ সালের জুলাই মাসে রিজার্ভ ব্যাঙ্ক এবিষয়ে সিদ্ধান্ত নেয় বলে জানিয়ে বিদেশ মন্ত্রকের ওই বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় টাকার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে। এজন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।
মালয়েশিয়ার সঙ্গে মজবুত বাণিজ্যিক সম্পর্ক আছে ভারতের। ২০২২ সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত দুদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ১৩ দশমিক ৮৬ বিলিয়ন ডলারের। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতে মালয়েশিয়ার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২৯৮ মিলিয়ন ডলারের মতো।
ভারতীয় টাকায় আর্থিক লেনদেনের কাজটা সুবিধাজনক করতে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা ইউবিআই বিশেষ অ্যাকাউন্ট খুলেছে কুয়ালালামপুরের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অব মালয়েশিয়ায়। ভারতীয় টাকায় আর্থিক লেনদেন করা যাবে ইউবিআইয়ের ওই বিশেষ অ্যাকাউন্টের মাধ্যমে। একইসঙ্গে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অব মালয়েশিয়া ভারতের ইউবিআইতে একটি বিশেষ অ্যাকাউন্ট খুলেছে একই কারণে।
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অব মালয়েশিয়ার তরফে এব্যাপারে পৃথক বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ভারত-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ভারতীয় টাকাতে করার সুযোগ সৃষ্টি হল। প্রসঙ্গত, এটি মালয়েশিয়ার ফরেন এক্সচেঞ্জ পলিসির অন্তর্গত। মালয়েশিয়ার ব্যাঙ্কগুলিতে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পণ্যসামগ্রী অথবা কোনও পরিষেবা বাবদ লেনদেনে যেকোনও বৈদেশিক মুদ্রাতে করারও অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়ে ভারত ও মালয়েশিয়া সরকারের অভিমত, ভারত ও মালয়েশিয়া দু’দেশের আমদানি ও রফতানিকারক ব্যবসায়ীরাই ভারতীয় টাকায় ব্যবসা করে লাভবান হবেন।
❤ Support Us