Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৯, ২০২৫

দুরন্ত ফুটবল, টাইব্রেকারে ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জয় ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত ফুটবল, টাইব্রেকারে ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জয় ভারতের

‌একের পর এক বিদেশি কোচ এসেছেন। অথচ ভারতীয় ফুটবলের বিন্দুমাত্র অগ্রগতি হয়নি। স্বদেশী কোচ আসতেই যেন বদলে গেল ভারতীয় ফুটবল। খালিদ জামিলের কোচিংয়ে ইতিহাস গড়ল ভারত। শক্তিশালী ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জিতল খালিদ জামিলের দল। নির্ধারিত সময়ে খেলার পল ছিল ১–১। টাইব্রেকারে ভারত জেতে ৩–২ ব্যবধানে।

কাফা নেশনস কাপের প্রথম ম্যাচেই ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তাজিকিস্তানকে ২–১ ব্যবধানে হারিয়ে চমক দিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইরানকে ৫৯ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল। শেষ পর্যন্ত ৩–০ ব্যবধানে হারলেও খালিদ জামিলের দলের ফুটবলারদের লড়াই মুগ্ধ করেছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের। তৃতীয় স্থানের ম্যাচে শক্তিশালী ওমানের বিরুদ্ধে দুরন্ত জয়।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৯ নম্বরে রয়েছে ওমান। আর ভারতের স্থান ১৩৩ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা দলের বিরুদ্ধে বিরুদ্ধে মাঠে নেমে হীনমন্যতায় ভোগেননি ভারতীয় ফুটবলাররা। বরং নিজেদের ছাপিয়ে গেলেন আনোয়ার আলি, মহেশ সিং, ছাংতেরা। ওমানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে রক্ষণের ওপর বাড়তি জোর দিয়ে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করেছিলেন খালিদ জামিল। তাঁর পরিকল্পনা পুরোপুরি সফল।

শুরুতেই এগিয়ে যেতে পারত ভারত। আনোয়ার আলির হেড কোনও রকমে বাঁচান ওমান গোলকিপার। ২৭ মিনিটে ওমানের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। কাজে লাগাতে পারেনি আল রাওয়াহি। প্রথমার্ধের ইনজুরি সময়ে ইরফান ইয়াদওয়াদ সামনে শুধু ওমান গোলকিপারকে পেয়েও গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে গতি বাড়ায় ওমান। ৫৫ মিনিটে জামিল আল ইয়ামাদি গোল করে ওমানকে এগিয়ে দেন।

ইরফান সুবিধা করতে না পারায় ৭৮ মিনিটে উদান্ত সিংকে নামিয়ে পুরোপুরি আক্রমণাত্মক রাস্তায় চলে যান খালিদ জামিল। ফলও মেলে হাতেনাতে। মাঠে নেমে ২ মিনিটের মধ্যেই ভারতকে সমতায় ফেরান উদান্ত সিং। রাহুল বেকের লম্বা থ্রো দানিশ ফারুখের মাথা স্পর্শ করে উদান্ত সিংয়ের কাছে যায়। হেডে গোল করে সমতা ফেরান উদান্ত। নির্ধারিত সময়ে আর গোল হয়নি। অতিরিক্ত সময়ের ৭ মিনিটের মাথায় ওমানের আলি আল বুসাইদি লালকার্ড দেখে বেরিয়ে যান। বিপক্ষে ১০ জনে পেয়েও সুবিধা কাজে লাগাতে পারেনি ভারত। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

কাফা নেশনস কাপের গুরপ্রীত সিংকে দলে নেওয়ায় অনেকেই খালিদের সমালোচনা করেছিলেন। সেই গুরপ্রীতের হাত ধরেই দুরন্ত জয় এল। টাইব্রেকারে ভারতের হয়ে তিনটি গোল করেন ছাংতে, রাহুল ও জিতিন। আনোয়ার আলির শট আটকে দেন ওমান গোলকিপার। উদান্ত সিং বাইরে মারায় চাপ বেড়ে গিয়েছিল। ওমানের জামিল সালেমের শট উড়ে গিয়ে বাঁচিয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দেন গুরপ্রীত সিং।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!