শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ইন্দোরে অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টেস্টে হারের পর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। আমেদাবাদে শেষ টেস্টের ওপর নির্ভর করেছিল ফাইনালের ভাগ্য। হারলে তাকিয়ে থাকতে হত নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে জিতলে কিংবা ড্র করলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র এসে যেত। কিন্তু ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হল না ভারতকে। চতুর্থ টেস্ট শেষ হওয়ার আগেই ফাইনালের ছাড়পত্র পেয়ে গেল ভারত। আর এই ছাড়পত্র এসে গেল নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা প্রথম টেস্ট হারায়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে অনেকটাই পা বাড়িয়ে রেখেছিল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে ইন্দোর টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করেছিল। আর এদিন ভারত ফাইনালের টিকিট জোগাড় করে ফেলল। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইসিসি–র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। গত বছর ভারত ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদে চতুর্থ টেস্ট ড্র হওয়ায় ভারত ২–১ ব্যবধানে সিরিজ জিতে নিল। আমেদাবাদে ভারত–অস্ট্রেলিয়া টেস্ট ড্র হলেও শ্রীলঙ্কার ফাইনালে যাওয়ার সুযোগ ছিল। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২–০ ব্যবধানে সিরিজ জিততে হত। কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম টেস্টে ২ উইকেটে হারতে হল।
নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২৮৫ রান। একসময় ৯০ রানে ৩ উইকেট হারিয়েছিল। এরপর চতুর্থ উইকেটের জুটিতে কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল ১৪২ রান যোগ করে জয়ের ভিত দেন। মিচেল (৮১) আউট হতেই চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৯৪ বলে ১২১ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেলে উইলিয়ামসন দলকে জয় এনে দেন। নিজেরা ফাইনালে উঠতে না পারলেও এদিন আমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই ভারতকে ফাইনালে পৌঁছে দেন উইলিয়ামসন। ভারতের পয়েন্ট ৬০.২৯ শতাংশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৮.৫২ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৫৫.৫৬ শতাংশ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34