Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৩, ২০২৫

‌অভিষেকের ঝোড়ে ব্যাটিংয়ে উড়ে গেল ইংল্যান্ড, সিরিজের শেষ ম্যাচে ১৫০ রানে জয় ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌অভিষেকের ঝোড়ে ব্যাটিংয়ে উড়ে গেল ইংল্যান্ড, সিরিজের শেষ ম্যাচে ১৫০ রানে জয় ভারতের

সিরিজ আগেই দখল করে নিয়েছিল ভারত। রবিবার মুম্বইয়ে টি২০ সিরিজের শেষ ম্যাচ ছিল নিয়মরক্ষার। তবে ইংল্যান্ডের কাছে কিছুটা হলেও গুরুত্ব ছিল, শেষ ম্যাচ জিতে কিছুটা মান বাঁচানো। পাশাপাশি, একদিনের সিরিজের আগে মনোবল ফিরে পাওয়া। ৪–১ ব্যবধানে সম্মান তো বাঁচাতেই পারলেন না জস বাটলাররা। উপরন্তু শেষ ম্যাচে ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে একদিনের সিরিজের আগে মনোবল আরও তলানিতে চলে গেল। অভিষেক শর্মার ব্যাটে রেকর্ডের বন্যায় ভেসে গেল ইংল্যান্ড। তাঁর বিধ্বংসী ব্যাটিংই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। বল হাতেও দুটি উইকেট তুলে নেন অভিষেক।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিয়মরক্ষার শেষ ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। সিন্ধান্ত নেওয়ার সময় বাটলার হয়তো স্বপ্নেও ভাবেননি তাঁর সিদ্ধান্ত এভাবে বুমেরাং হয়ে ফিরে আসবে। টানা ব্যর্থতায় সঞ্জু স্যামসনের ওপর চাপ ছিল। সিরিজের শেষ ম্যাচে সঞ্জুর কাছে ছিল রানে ফেরার লড়াই। যেভাবে শুরু করেছিলেন, মনে হচ্ছি এদিন হয়তো বড় ইনিংস খেলবেন। শুরুতে ঝড় তুলেও দ্বিতীয় ওভারে ফিরে যেতে হল সঞ্জুকে (‌৭ বলে ১৬)‌।
এরপর ওয়াংখেড়ের বাইশ গজে শুধুই অভিষেক শর্মার দাপট। তাঁর ব্যাটের তান্ডবে রীতিমতো দিশেহারা ইংরেজ বোলাররা। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে জেমি ওভারটনকে গ্যালারি পাঠিয়ে হাফ সেঞ্চুরিতে পৌঁছন অভিষেক। তাঁর ৫০ আসে মাত্র ১৭ বলে। তিলক ভার্মাও (‌১৫ বলে ২৪)‌ ভাল শুরু করেও ক্রিজে স্থায়ী হননি। তবে অভিষেক ও তিলকের দাপটেই ৭.‌৫ ওভারে ১০০ রানে পৌঁছে যায় ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব (‌৩ বলে ২)‌ আবার ব্যর্থ।
সূর্যকুমার আউট হওয়ার আগের বলেই ব্রাইডন কার্সের বলে ১ রান নিয়ে টি২০ ক্রিকেটে জীবনের প্রথম সেঞ্চুরিতে পৌঁছন অভিষেক শর্মা। তাঁর সেঞ্চুরি আসে মাত্র ৩৭ বলে। এরপর ১১ বলে ২৬ রান করে আউট হন শিবম দুবে। মার্ক উডের বলে একবার জীবন পেয়েও বড় রান করতে ব্যর্থ হার্দিক পাণ্ডিয়া (‌৬ বলে ৯)‌। রান পাননি রিঙ্কু সিংও (‌৬ বলে ৯)‌। একের পর এক উইকেট পড়তে থাকলেও রানের গতি কমতে দেননি অভিষেক শর্মা। শেষ পর্যন্ত ১৮তম ওভারে আদিল রশিদের শেষ বলে আউট হন। ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক। ভেঙে দেন টি২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে শুভমান গিলের সর্বোচ্চ রানের রেকর্ড। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমান। শুধু সর্বোচ্চ রানের রেকর্ডই নয়, এদিন টি২০ ক্রিকেটে এক ম্যাচে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েন অভিষেক। আগের রেকর্ড ছিল রোহিত শর্মার ১০টি। অভিষেক মেরেছেন ১৩টি ছক্কা। বাউন্ডারির সংখ্যা ৭টি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ২৪৭ তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে ৩৮ রানে ৩ উইকেট নেন ব্রাইডন কার্সে।
জয়ের জন্য ২৪৮ রানের পাহাড়প্রমান টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মহম্মদ সামির প্রথম ওভারেই ১৭ রান নেন ফিল সল্ট। নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই বেন ডাকেটকে (‌০)‌ তুলে নেন সামি। এরপরই স্পিনারদের ভেল্কি শুরু। এক ওভার পরেই বাটলারকে (‌৭ বলে ৭)‌ ফেরান বরুণ চক্রবর্তী। বাটলার আউট হওয়ার পরই ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। স্পিনের সামনে দিশা খুঁজে পাননি ইংল্যান্ড ব্যাটাররা। ফিল সল্ট (‌২৩ বলে ৫৫)‌ সাময়িক ঝড় তুললেও তা যথেষ্ট ছিল না। ১০.‌৩ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সল্ট ও জ্যাকব বেথেল (‌৭ বলে ১০)‌ ইংল্যান্ডের আর কোনও ব্যাটার দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেননি। হ্যারি ব্রুক (‌২)‌, লিয়াম লিভিংস্টোন (‌৯)‌, ব্রাইডন কার্সে (‌৩)‌, সবাই ব্যর্থ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!