Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৭, ২০২৪

ঘরের মাঠে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড ভারতের, গুটিয়ে গেল মাত্র ৪৬ রানে

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘরের মাঠে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড ভারতের, গুটিয়ে গেল মাত্র ৪৬ রানে

প্রথম ৭ ব্যাটারের মধ্যে ৪ জন শূন্য রানে আউট!‌ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে ভারতকে আগে কখনও এইরকম চরম লজ্জার মুখে পড়তে হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেল ভারত। বেঙ্গালুরুতে দ্বিতীয় দিন সকালে কিউয়ি পেসারদের দাপটে ধসে পড়ল ভারতের ব্যাটিং লাইন। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৩৪ রান তোলার ফাঁকেই সাজঘরে ৬ ব্যাটার। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে গুটিয়ে গেল ৪৬ রানে। ঘরের মাঠে টেস্টে এটাই ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড। ৫ জন ব্যাটার ফিরলেন শূন্যরানে।

বৃষ্টির জন্য প্রথম দিন একবলও খেলা হয়নি। দ্বিতীয় দিন সকালে বৃষ্টি না হলেও আলো যথেষ্ট কম ছিল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নিউজিল্যান্ডের জোরে বোলারদের দাপটে ত্রাহি ত্রাহি রব ভারতীয় ব্যাটারদের। শুরু থেকেই ম্যাট হেনরি, টিম সাউদিদের সামলাতে হিমসিম খাচ্ছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন কিউয়ি জোরে বোলাররা।

সপ্তম ওভারেই প্রথম ধাক্কা ভারতের। তৃতীয় বলে দুরন্ত ইনসুইংয়ে রোহিত শর্মার (‌২)‌ স্টাম্প ছিটকে দেন টিম সাউদি। ভারতের রান তখন মাত্র ৯। এক ওভার পরেই কোহলিকে (‌০)‌ তুলে নেন উইলিয়াম ও’‌রোর্কে। ৯ বল খেলে কোনও রান না করে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। এই নিয়ে ১৫ বার টেস্টে শূন্য রানে আউট হলেন। প্রায় তিন বছর পর এই প্রথম টেস্টে কোহলিকে খালি হাতে সাজঘরে ফিরতে হল। দলীপ ট্রফি, ইরানি কাপে দুর্দান্ত ফর্মে থাকলেও টেস্টে প্রত্যাবর্তন সুখের হল সরফরাজ খানের কাছে। কোনও না করে ম্যাট হেনরির বলে আউট হন তিনি। দুরন্ত ক্যাচ ধরেন ডেভন কনওয়ে। ১০ রানে ৩ উইকেট হারায় ভারত।

এরপর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। ৩১ রানের মাথায় যশস্বী আউট হন। ৬৩ বলে তিনি করেন ১৩। মধ্যাহ্নভোজের বিরতির আগেই আউট হন লোকেশ রাহুল (‌০)‌ ও রবীন্দ্র জাদেজা (‌০)‌। মধ্যাহ্নভোজের বিরতির পরই ভারতীয় ব্যাটারদের মিছিল চলতে থাকে। পরপর পর ফিরে যান রবিচন্দ্র অশ্বিন (‌০)‌, ঋষভ পন্থ (‌৪৯ বলে ২০)‌, যশপ্রীত বুমরা। ৪০ রানে ৯ উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ৪৬ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৫ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। ২২ রানে ৪ উইকেট উইলিয়াম ও’‌রোর্কের। ঘরের মাঠে টেস্টে এটাই ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!