শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে জটিলতা কিছুতেই কাটছে না। আবার পিছিয়ে গেল নির্বাচন। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট শুক্রবার ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করেছে।
১২ আগস্ট নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের রিটার্নিং অফিসারের একটা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল হরিয়ানা কুস্তি সংস্থার সচিব ইন্দ্রজিৎ সিং। তাঁর সেই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছে।
ভারতীয় অলিম্পিক সংস্থার নিয়মানুযায়ী রাজ্য অলিম্পিক সংস্থার স্বীকৃতি নেই, এমন কোনও সংস্থা সর্বভারতীয় সংস্থার সদস্য হতে পারে না। রোহতক ভিত্তিক হরিয়ানা অ্যামেচার কুস্তি সংস্থা জাতীয় কুস্তি সংস্থার সদস্য। তাদের ভোটাধিকার দেওয়া হয়েছে। অন্যদিকে, হরিয়ানা কুস্তি সংস্থা আবার ভারতীয় অলিম্পিক সংস্থার অনুমোদিত। ফলে নিয়মানুযায়ী তাদের ভোটাধিকার থাকা উচিত। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ভারতীয় কুস্তি সংস্থা একাধিক বিতর্কে জড়িয়ে পড়ায় নির্বাচনে বিলম্ব ঘটিছে। এবছর জুনে নির্বাচন হওয়ার কথা ছিল। কুস্তিগিরদের ধারাবাহিক প্রতিবাদ এবং বিভিন্ন রাজ্য সংস্থার আইনি আবেদনের কারণে নির্বাচন একাধিকবার স্থগিত করা হয়েছে। গভর্নিং বডিতে ১৫ টি পদের জন্য আজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিদায়ী সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিংসহ ৪ জন প্রার্থী সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34