- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৮, ২০২৩
ফিরতি ম্যাচে দিল্লির কাছে হেরেই শেষ হয়ে গেল পাঞ্জাবের প্লে অফের স্বপ্ন

গত সপ্তাহে এই পাঞ্জাব কিংসের কাছে হেরেই প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের স্বপ্ন। নিয়তির কী নিষ্ঠুর পরিহাস, ফিরতি ম্যাচে সেই দিল্লির কাছে হেরেই শেষ হয়ে গেল পাঞ্জাবের প্লে অফের স্বপ্ন। মধুর প্রতিশোধ নিয়ে পাঞ্জাবের কাঁটা হয়ে দাঁড়াল দিল্লি। দিল্লির কাছে ১৫ রানে হেরে প্লে অফের স্বপ্ন শেষ শিখর ধাওয়ানদের। প্লে অফে যেতে গেলে শেষ দুটি ম্যাচে জেতার পাশাপাশি নেট রানরেটও বাড়িয়ে রাখতে হত পাঞ্জাব কিংসকে। তার আগেই দিল্লির কাছে হেরে যাবতীয় সম্ভাবনা শেষ।
টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান শিখর ধাওয়ান। প্রথম একাদশে সুযোগ পেয়ে রান পেলেন পৃথ্বী শ। ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটিতে তোলেন ৯৪। একাদশ ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নারকে (৩১ বলে ৪৬) তুলে নেন সাম কারেন। এরপর ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পৃথ্বী শ। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রান করে আউট হন তিনি। পৃথ্বী শ আউট হওয়ার পর দিল্লিকে এগিয়ে নিয়ে যান রাইলি রসো ও ফিলিপ সল্ট। এই জুটিই দিল্লিকে ২০০ রানের গন্ডি পার করে দেন। একই সঙ্গে শেষ করে দেন পাঞ্জাবের প্লে অফের স্বপ্নও। দুরন্ত ব্যাটিং করে ৩৭ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন রসো। তাংর ইনিংসে রয়েছে ৬টি করে চার ও ছয়। ১৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন ফিলিপ সল্ট। সাম কারেন ৩৬ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ২১৪ রানের লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল পাঞ্জাবের কাছে। তার ওপর দ্বিতীয় ওভারেই শিখর ধাওয়ানকে (০) তুলে নিয়ে চাপ আরও বাড়িয়ে দেন ইশান্ত শর্মা। প্রভসিমরন সিংও (২২) এদিন বড় রান করতে পারেননি। ৫০ রানে ২ উইকেট হারায় পাঞ্জাব। এরপর বন রানের জুটি গড়ে তোলেন অথর্ব তাইডে ও লিয়াম লিভিংস্টোন। ১২৮ রানের মাথায় আউট হন অথর্ব তাইডে। ৪২ বলে তিনি করেন ৫৫। জিতেশ শর্মা (০), শাহরুখ খান (৬), সাম কারেনদের (১১) ব্যর্থতায় লিয়াম লিভিংস্টোনের লড়াই কাজে এল না। ২০ ওভারে ১৯৮/৮ রানে থেমে যায় পাঞ্জাব কিংসের ইনিংস। ৪৮ বলে ৯৪ রানের দুরন্ত ইনিংস খেলে শেষ বলে আউট হন লিভিংস্টোন। ২টি করে উইকেট পান ইশান্ত শর্মা ও আনরিখ নোখিয়ে।
❤ Support Us