Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৭, ২০২৪

‌শাস্তির মুখে পড়তে হল নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ারকে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌শাস্তির মুখে পড়তে হল নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ারকে

মরার ওপর খাঁড়ার ঘা কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ারের। বিশাল রান করেও মঙ্গলবার ঘরের মাঠে ইডেনে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে। হারের মাঝে আবার শাস্তির মুখে পড়তে হয়েছে নাইট অধিনায়ককে। মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে শ্রেয়স আয়ারের।
মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে নির্ধারিত সময়ে পুরো ২০ ওভার বোলিং করতে পারেনি নাইট রাইডার্স। ফলে শেষ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে ৪ জনের বেশি ফিল্ডার রাখতে পারেনি। ম্যাচের পর জরিমানার মুখেও পড়তে হয় শ্রেয়স আয়ারকে। আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতিকে জানানো হয়েছে, ‘স্লো ওভার রেটের জন্য ‌কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ারের জরিমানা ধার্য করা হয়েছে। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাইট রাইডার্স প্রথম বার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বল করলে জরিমানা করা হয়। সেই নিয়মে শ্রেয়সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’‌ পরের ম্যাচে একই অপরাধ করলে জরিমানা দ্বিগুন হবে।
ম্যাচ হেরে রীতিমতো হতাশ নাইট অধিনায়ক। ২২৩ রান করার পরও যে হারতে হবে, ভাবতেই পারেননি শ্রেয়স আয়ার। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌২২৩ রান করার পর এই হার মেনে নিতে পারছি না। এই পরিস্থিতির মধ্যে পড়তে হবে, ভাবিনি। টি২০ ক্রিকেট এমনই। কেন এভাবে হারতে হল, বুঝতে পারছি না। পরিস্থিতি অনুযায়ী আমরা বোলিং করতে পারিনি। এই হার থেকে শিক্ষা নিতে হবে। ঘুরে দাঁড়াতে হবে।’‌ হতাশার মাঝেও সুনীল নারাইনের প্রশংসা করেন শ্রেয়স আয়ার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!