Advertisement
  • দে । শ
  • মার্চ ৪, ২০২৩

জেল থেকে বেরিয়েই নওশাদ, জনমুখী আন্দোলন জারি থাকবে।স্বর চড়াবো কর্মীদের ডিএ নিয়ে

আরম্ভ ওয়েব ডেস্ক
জেল থেকে বেরিয়েই নওশাদ, জনমুখী আন্দোলন জারি থাকবে।স্বর চড়াবো কর্মীদের ডিএ নিয়ে

প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জামিন পাওয়ার পরেও দু’দিন তাকে জেলে থাকতে হয়েছে।  জেল কর্তৃপক্ষ জানিয়েছিল, নওশাদের মুক্তির কাগজপত্র এসে পৌঁছয়নি। তাই সঙ্গে সঙ্গে তাকে জেল থেকে ছাড়া সম্ভব নয়।

শনিবার জেল থেকে বেরোলেন নওশাদ। জেলের সামনে তখন জনতার ঢল। আর আহ্লাদের কোলাহল। নওশাদের গলায় ঘনঘন ফুলের মালা আর তাকে ঘিরে প্রথা ভেঙে আবীরের উচ্ছ্বাস,  ‘নওশাদ ভাই জিন্দাবাদ।’
কেবল ভাঙড় নয়, কলকাতা সংলগ্ন বহু এলাকা থেকে তার অনুগামীরা তাকে অভিবাদন জানাতে সমবেত হয়েছিলেন। প্রত্যাশিত ঘটনা। নওশাদের সংক্ষিপ্ত জেলযাপন  তাকে আরও জনপ্রিয় করে তুললো। সূক্ষ্ম সাম্প্রদায়িকতা পঞ্চায়েত ভোটে সম্ভবত ইস্যু হয়ে উঠবে।

এদিন একা নওশাদ নন, গ্রেফতার হওয়া আরও ২০ জন আইএসএফ নেতা ও কর্মী একইসঙ্গে জেল থেকে ছাড়া পেলেন।
জেল থেকে বেরিয়ে নওশাদ বললেন, ‘মানুষকে সঙ্গে নিয়ে যে লড়াই শুরু করেছি, সেটা জারি থাকবে। তৃণমূলকে বাংলার মানুষ ইতিমধ্যে জবাব দিতে শুরু করেছে।
এদিন আইএসএফ তার পরবর্তী পরিকল্পনাও জানিয়ে দিলেন যে, এবার শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং সরকারি কর্মীদের ডিএ নিয়েও আন্দোলনের সঙ্গে তাল মেলাবেন।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!