- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৩, ২০২৩
আজ শীর্ষে ওঠার লড়াইয়ে সমস্যা নিয়েই মাঠে নামছে মোহনবাগান
আইএসএলে টানা ৭ ম্যাচ জয়ের পর আগের ম্যাচে মুম্বই সিটি এফসি–র কাছে হারতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টসকে। চলতি আইএসএলে যদিও ঘরের মাঠে এখনও অপরাজিত সবুজমেরুণ ব্রিগেড। জয়ে ফেরার লক্ষ্যে আজ যুবভারতীতে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামছে জুয়ান ফেরান্দোর দল। গোয়াকে হারালেই লিগ টেবিলের শীর্ষে উঠে আসবে মোহনবাগান। গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে জুয়ান ফেরান্দোর চিন্তা প্রথম একাদশ নিয়ে। চোট–আঘাত ও কার্ড সমস্যায় রীতিমতো জর্জরিত মোহনবাগান।
আগের ম্যাচে লালকার্ড দেখায় এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না লিস্টন কোলাসো, আশিস রাই ও হেক্টর ইয়ুতসে। চোটের কবলে সাহাল আব্দুল সামাদ। দিমিত্রি পেত্রাতোসও পুরো ৯০ মিনিট খেলার জায়গায় আসেননি। ফলে প্রথম একাদশ সাজাতেই হিমসিম খেতে হচ্ছে মোহনবাগান কোচকে। মূল সমস্যা রক্ষণ নিয়ে। হেক্টর ও আশিস রাইকে পাবেন না। শুভাশিস বসু ও ব্রেন্ডন হ্যামিল ছাড়া হাতে ভাল ডিফেন্ডার নেই। সুমিত রাঠি, হামতেদের ওপর ভরসা করতে হবে। যদি কে আছে, কে নেই, তা নিয়ে ভাবছেন না জুয়ান ফেরান্দো। জেতার ব্যাপারে তিনি দারুণ আত্মবিশ্বাসী।
আসলে এফসি গোয়ার বিরুদ্ধে পরিসংখ্যান আত্মবিশ্বাসী করে তুলেছে সবুজমেরুণ ব্রিগেডকে। আইএসএলে এখনও পর্যন্ত মোহনবাগানকে মাত্র একবার হারাতে পেরেছে এফসি গোয়া। গত মরশুমের প্রথম পর্বের ম্যাচে ৩–০ ব্যবধানে জিতেছিল গোয়া। চলতি মরশুমে গোয়া কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে। টানা ৮ ম্যাচ অপরাজিত। এবং ৫০০ মিনিট কোনও গোল খায়নি। গোয়ার রক্ষণে রয়েছেন মোহনবাগানে খেলে যাওয়া সন্দেশ ঝিঙ্ঘান, কার্ল ম্যাকহিউয়ের মতো ফুটবলার। জেসন কামিংস, আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতোসদের গোল করার কাজ কিন্তু সহজ হবে না।
শীর্ষে থাকা এফসি গোয়ার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছনে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে জিততে পারলে গোয়া ও কেরালা ব্লাস্টার্সকে টপকে শীর্ষে পৌঁছে যাবে জুয়ান ফেরান্দোর দল। ৮ ম্যাচে ১৯ পয়েন্টে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচ খেলে ২০ পয়েন্টে শীর্ষে এফসি গোয়া। অন্যদিকে, ১০ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের পয়েন্ট ২০।
❤ Support Us