Advertisement
  • প্রচ্ছদ রচনা স | হ | জ | পা | ঠ
  • সেপ্টেম্বর ৪, ২০২৩

চাঁদের মাটি ছেড়ে কিছুটা শূন্যে উঠে আবার দ্বিতীয়বার সফলভাবে অবতরণ করল চন্দ্রযান-৩ -এর ল্যান্ডার বিক্রম

আরম্ভ ওয়েব ডেস্ক
চাঁদের মাটি ছেড়ে কিছুটা শূন্যে উঠে আবার দ্বিতীয়বার সফলভাবে অবতরণ করল চন্দ্রযান-৩ -এর ল্যান্ডার বিক্রম

নিজেই নিজের সাফল্যকে অতিক্রম করল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম, ইসরো এমনটাই জানাল ইসরো। ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, সফল ভাবে ‘হপ এক্সপেরিমেন্ট’ সম্পন্ন করেছে বিক্রম। অর্থাৎ, নিজের অবস্থান থেকে সামান্য উপরে উঠে আবার দ্বিতীয়বারের জন্য সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে বিক্রম।

আমরা দেখেছে গত ২৩ অগস্ট চাঁদের মাটি স্পর্শ করে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। তারপর থেকে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে সেটি। ভবিষ্যতেও সেই এলাকাতেই দাঁড়িয়ে থাকবে সে। ইসরো বলছে, ক্রমেই ঘুমের সময় হয়ে এসেছে বিক্রমের। তবে চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার নেমে আসার আগে অক্লান্ত ভাবে নিজের কাজ করেছে বিক্রম। শুধু তাই নয়, ইসরো জানিয়েছে, অভিযানের লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়ে কাজ করেছে বিক্রম।

ইসরো জানিয়েছিল, বিক্রমে রয়েছে ‘চন্দ্র সারফেস থার্মো-ফিজিকাল এক্সপেরিমেন্ট’ বা ChaSTE নামক একটি পেলোড। যা চাঁদের তাপমাত্রা খতিয়ে দেখেছে। তাছাড়া বিক্রমে রয়েছে লুনার সেসমিক অ্যাক্টিভিটি প্রোব বা ILSA নামক একটি পেলোড। এই ইলসা-র সেন্সর মহাজাগতিক গতিবিধির ওপর লক্ষ্য রেখেছে। এছাড়া বিক্রমে রয়েছে লেজার রেট্রোরিফ্লেক্টর অ্যারে, রেডিও অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপারসেনসিটিভ আয়নস্ফিয়ার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার বা ‘রম্ভা’। রম্ভা চাঁদের মাটিতে থাকা প্লাজমার ঘনত্ব মেপছে। বিক্রমের সব যন্ত্রই সঠিক ভাবে কাজ করেছে এখনও পর্যন্ত।

চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার নামতে বাকি হাতে গোনা আর কয়েকটা দিন। এই আবহে এই বাকি ক’দিনে যতটা সম্ভব কাজ করতে চাইছে বিক্রম। এই প্রথম কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুর কাছে মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হয়েছে। তবে এই মিশন মাত্র ১৪ দিনের জন্যই স্থায়ী থাকার কথা ছিল। কারণ একবার দক্ষিণ মেরুতে অন্ধকার নামলে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান ‘ঘুমিয়ে’ পড়বে। উল্লেখ্য, ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান সৌরশক্তি চালিত। তাই অন্ধকার নামলে এটি আর কাজ করতে পারবে না। ইতিমধ্যেই প্রজ্ঞানকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর বিক্রমকে ঘুম পাড়ানোর আগে আবার পরীক্ষায় বসিয়েছে ইসরো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!