Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা স | হ | জ | পা | ঠ
  • ডিসেম্বর ৩১, ২০২৪

নতুন বছরের শুরুতেই সেঞ্চুরি পূরণের লক্ষ্য । শ্রীহরিকোটা থেকে জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল উৎক্ষেপন করবে ইসরো

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুন বছরের শুরুতেই সেঞ্চুরি পূরণের লক্ষ্য । শ্রীহরিকোটা থেকে জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল উৎক্ষেপন করবে ইসরো

নতুন বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে আরও এক মুকুট যোগ হতে চলেছে। জানুয়ারিতে শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে GSLV (জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল) মিশন উৎক্ষেপণ করা হবে, যা হবে ভাররতের শততম মহাকাশ উৎক্ষেপণ। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এই তথ্য জানিয়েছেন।

ভারতের ৯৯ তম উৎক্ষেপন ছিল ৩০ ডিসেম্বর PSLV–C60 মিশন। এই মিশনে দুটি মহাকাশযানকে ‘‌স্পেস ডকিং এক্সপেরিমেন্ট’‌ (SpaDeX)–এর জন্য বৃত্তাকার কক্ষপথে পাঠানো হয়েছিল। ইসরো প্রধান সোমনাথ বলেন, ‘‌স্পেসএক্স’‌ রকেটের চমকপ্রদ উৎক্ষেপণ সবাই দেখেছে। শ্রীহরিকোটা থেকে এটা ছিল আমাদের ৯৯তম উৎক্ষেপন। আমরা আগামী বছরের শুরুতে ১০০ তম উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছি।’‌

সরোর চেয়ারম্যান আরও বলেন, ‘‌২০২৫ সালে অনেক মিশন হবে। জানুয়ারিতে, GSLV রকেট NVS-02 নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।’‌ ২০২৩ সালের মে মাসে, ইসরো সফলভাবে GSLV-F12 রকেটের সাহায্যে NVS-01 নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। NVS-01 ভারতীয় NavIC পরিষেবাগুলির সাথে নেভিগেশনের জন্য প্রথম দ্বিতীয় প্রজন্মের উপগ্রহ।

PSLV-C60 মিশন সম্পর্কে এস সোমনাথ বলেন, ‘‌ভারতের মহাকাশ খাতে কার্যক্রমের উন্নতি ও সম্প্রসারণের জন্য এই মিশন খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও কঠিন ডকিং সিস্টেম মিশন হবে।’‌ PSLV-C60-এর উৎক্ষেপণের সময় ৩০ ডিসেম্বর রাত ৯টা ৫৮ থেকে ১০ টায় পরিবর্তন করা হয়েছিল। এই পরিবর্তনের পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, বিজ্ঞানীরা নিশ্চিত করতে চান যে নতুন স্যাটেলাইটটি উৎক্ষেপণের সময় অন্য কোনও স্যাটেলাইট যেন খুব কাছে না আসে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!