Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৫, ২০২৫

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত

আরম্ভ ওয়েব ডেস্ক
ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতের। খেলতে পারবেন না দলের সেরা বোলার যশপ্রীত বুমরা। শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজি নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত ভারতের এই জোরে বোলার। ফলে ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।ইংল্যান্ড সিরিজের জন্য ইতিমধ্যেই বুমরার জায়গায় লেগস্পিনার বরুণ চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছে।

ইংল্যান্ড সিরিজের দল ও চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দল ঘোষণার সময় জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, চিকিৎসকরা বুমরাকে ৫ সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচ খেলতে পারবেন না। তাঁর জায়গায় হর্ষিত রানাকে দলে রাখা হয়। টিম ম্যানেজমেন্ট চেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে খেলিয়ে ফিটনেস দেখে নিতে। কিন্তু সেই পরিকল্পনা ফলপ্রসু হল না। এখনও পুরো ফিট নন বুমরা। শুধু ইংল্যান্ড সিরিজ থেকেই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁকে নিয়ে তৈরি অনিশ্চতা তৈরি হল।

মঙ্গলবার ভারত ও ইংল্যান্ড একদিনের সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যে সংশোধিত দলের তালিকা দিয়েছে, সেই তালিকায় বুমরার নাম নেই। তাংর পরিবর্তে বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ঢুকে পড়লেন এই লেগস্পিনার। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলবে দুবাইয়ে। দুবাইয়ের উইকেটে স্পিনাররা সাহায্য পাবেন। সেক্ষেত্রে বুমরা একান্তই খেলতে না পারলে, বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে অন্তর্ভূক্ত করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!