Advertisement
  • বি। দে । শ
  • মে ৭, ২০২৪

বাতিল সুনীতার তৃতীয় মহাকাশযাত্রা, যাত্রাপথেই আনন্দগান থেমে গেল বোয়িং স্টারলাইনের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাতিল সুনীতার তৃতীয় মহাকাশযাত্রা, যাত্রাপথেই আনন্দগান থেমে গেল বোয়িং স্টারলাইনের

সুনীতা উইলিয়ামসের হাত ধরে আজ ভারতীয় সময় সকাল ৮টা ০৪ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে  মহাশূন্যে পাড়ি জমানোর কথা ছিল নবনির্মিত বোয়িং স্টারলাইনারের। কিন্তু তা আর হল না। প্রযুক্তিগত সমস্যার জন্য যাত্রাপথেই থেমে গেল তার যাত্রা। পরবর্তী উড়ানের তারিখ অবশ্য এখনও ঘোষণা করেনি নাসা।

যাত্রা শুরুর ৯০ মিনিটের মাথায় অ্যাটলাস ভি রকেটের যাত্রা স্থগিত করে দেওয়া হয়। নাসা ঘোষণা করে অক্সিজেনের সরবরাহ জনিত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত এই নভশ্চরের এটি ছিল তৃতীয় বার মহাকাশ ভ্রমণ। মহিলাদের ক্ষেত্রে পেগি হুইটসনের পর  সবচেয়ে বেশি সময় স্পেসে হাঁটা চলা করার রেকর্ড তাঁর পকেটে।

এবারে যাত্রা সংগঠিত হলে তিনিই প্রথম মহিলা হতেন যার হাত ধরে প্রথম যাত্রা শুরু করত কোন মহাকাশযান। ১৯৯৮ সালে একজন মহাকাশচারী হিসেবে যাত্রা শুরু করেন সুনীতা । পরবর্তীকালে তিনি ২০১৫ সালে নাসার কমার্শিয়াল ক্রিউ প্রোগ্রামের অংশ হন। দশ দিনের এই মিশনটি প্রমান করতে পারত স্টারলাইন বিমানগুলির মহাশূন্যে বেশিদিন কাজ করার ক্ষমতা ঠিক কতখানি। নাসার পরবর্তী মিশনগুলিতে তার অংশগ্রহণের সম্ভাবনা বাড়ত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!