- দে । শ
- মার্চ ২, ২০২২
আজই উত্তরপ্রদেশে মমতা, অখিলেশের হয়ে বারাণসীতে করবেন ভোটপ্রচার।
বৃহস্পতিবার পুজো দেবেন কাশী বিশ্বনাথ মন্দিরে।
আজই বারাণসীতে উত্তরপ্রদেশের শেষ দু’দফার ভোটে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করবেন তৃণমূল নেত্রী। বাংলার ঘাসফুল ধীরে ধীরে ভূভারতের বিভিন্ন রাজ্যে তার মূল শক্ত করছে। যদিও উত্তরপ্রদেশ বিধানসভায় সরাসরি লড়াই করছে না তৃণমূল। তবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অখিলেশ যাদবের পাশে দাঁড়িয়েছে ঘাসফুল শিবির। গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রচারে নেমেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে একদফা প্রচার সেরে এসেছেন তিনি। তখনই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী কেন্দ্র বারাণসীতে যাবেন। সেখানে অখিলেশের সঙ্গে যৌথপ্রচার করবেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজই তাঁকে উত্তরপ্রদেশে দেখা যাবে ।
সূত্রে খবর, এদিন বারাণসী পৌঁছে দশাশ্বমেধ ঘাট পরিদর্শন করবেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার পুজো দেবেন কাশী বিশ্বনাথ মন্দিরে। ৩ মার্চ অখিলেশ যাদবের সঙ্গে সারবেন যৌথপ্রচারও। বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি। তাঁর কেন্দ্রে দাঁড়িয়েই তাঁর বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়বেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহল মনে করছেন, এদিন থেকেই কার্যত ২০২৪ সালের লোকসভা ভোটের দামামা বাজতে চলেছে।
❤ Support Us