Advertisement
  • ভা | ই | রা | ল
  • জানুয়ারি ১৮, ২০২২

অন্ধ্রের মন্দিরে ভয়াবহ কাণ্ড।পাঠার বদলে নরবলি !

আরম্ভ ওয়েব ডেস্ক
অন্ধ্রের মন্দিরে  ভয়াবহ কাণ্ড।পাঠার বদলে নরবলি !

রবিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় সংক্রান্তি উদযাপনের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটল । পাঠার বদলে প্রাণ গেল এক যুবক । পুলিসের অনুমান যে ব্যক্তি পাঁঠা বলি দিচ্ছিল, সে মদ্যপ অবস্থায় ছিল । পুলিশ অভিযুক্তকে আটক করে তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করেছে। ঘটনাটি চিত্তুরের ভালসাপল্লে এলাকায় ঘটেছে। সংক্রান্তি উপলক্ষে সেখানকার ইয়েল্লাম্মা মন্দিরে প্রতি বছর বলিদান করা হয় । অভিযুক্ত চালাপতি নামের যুবক পশু বলি দিচ্ছিলেন। ৩৫ বছর বয়সী সুরেশ পাঠাটিকে ধরে বসেছিল । ছাগলের বদলে সুরেশের গলায় কোপ বসিয়ে দেয় চালাপতি। আহত অবস্থায় সুরেশকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সুরেশ বিবাহিত এবং তাঁর দুই সন্তান রয়েছে। সুরেশের সঙ্গে চালাপাতির কোনও পুরনো বিবাদ ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নরবলির সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!