- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২১, ২০২২
মা হচ্ছেন শারাপোভা
লতি বছরের শেষে, বা আগামী বছরের শুরুতে মারিয়া-আলেকজান্ডারের ঘর আলো করে আসবে ফুটফুটে সন্তান।

মারিয়া শারাপোভা [ছবি: সংগৃহীত]
জন্মদিনের মতো বিশেষ দিনটি আরও চমকপ্রদ করতে এইদিনেই গুণমুগ্ধদের সুখবর দিলেন রুশ টেনিসকন্যা মারিয়া শারাপোভা। গুণমুগ্ধরা তাঁর ৩৫তম জন্মদিনটি মনে রাখবেন আরও একটি ভিন্ন কারণে। এদিনই তিনি সবাইকে জানিয়ে দিলেন প্রথম বারের মতো মা হতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেন শারাপোভা ক্যাপশনে লিখেছেন, ‘মূল্যবান শুরু! দুজনের জন্য জন্মদিনের কেক খাওয়াটা বরাবরই আমার বিশেষত্ব।’ গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে সকলে শুভেচ্ছায় ভরিয়ে দেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিস থেকে সন্ন্যাস নিয়েছিলেন শারাপোভা। সেই বছরের শেষে ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদানের কথা জানিয়ে দেন তিনি। চলতি বছরের শেষে, বা আগামী বছরের শুরুতে মারিয়া-আলেকজান্ডারের ঘর আলো করে আসবে ফুটফুটে সন্তান।
মারিয়া শারাপোভার রয়েছে ২১০০ কোটি টাকার সম্পত্তি । মার্কিন মুলুকে তাঁর দুটি বাড়ি রয়েছে। ক্যালিফোর্নিয়ায় (৪.১ মিলিয়ন ডলার) ও ফ্লোরিডায় (১.২ মিলিয়ন ডলার) তাঁর বিলাসবহুল ভিলা রয়েছে। শারাপোভার গ্যারেজে পর্শে পানামেরা জিটিএস ও বক্সস্টার স্পাইডারের মতো বহুমূল্যের গাড়ি শোভা পায়।
নয়ের দশকের শুরু থেকে শারাপোভার টেনিসে হাতেখড়ি। রুশ সুন্দরী একবার করে অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮), উইম্বলডন (২০০৪) এবং যুক্তরাষ্ট্র ওপেন (২০০৬) জিতেছেন। দু’বার জিতেছেন ফরাসি ওপেন (২০১২, ২০১৪)। এখনও পর্যন্ত শারাপোভাই রাশিয়ার একমাত্র মহিলা যিনি চারটি গ্র্যান্ড স্লামই জিতেছেন।
❤ Support Us