শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
৫০০ পাউন্ড ওজনের বিশালাকায় ভালুক ফ্রিজ তছনছ করে খাবার খাচ্ছে ! তা দেখে বাড়ির লোকজন ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছেন দূরে। প্রাণীটি খাবার খাচ্ছে আর এমন ভাবে বাড়ির সদস্যদের দিকে তাকাচ্ছে যেন সে নিজেই এ বাড়ির বাসিন্দা৷ বাকিরা বহিরাগত৷ এমন আজব ঘটনাই ঘটেছে আমেরিকার ক্যালিফর্নিয়ার সাউথ লেক তাহোই অঞ্চলে৷ জানালা ভেঙে একটি বাড়িতে ঢুকে পড়ে বিশাল জন্তুটি। বাড়ির লোকজন পুলিসে খবর দেয়। পুলিশ আসতেই পিছনের দরজা ভেঙে জঙ্গলে চম্পট দেয় সে৷
খাদ্যরসিক এই ভালুকের নাম ‘হ্যাঙ্ক দ্য ট্যাঙ্ক’৷ গত কয়েক বছর ধরে অসংখ্য বাড়িতে হামলা চালিয়েছে সে৷ ক্যালিফর্নিয়ার মৎস্য ও বনবিভাগে এখন সে রীতিমতো ‘ওয়ান্টেড’৷ উত্তর ক্যালিফর্নিয়া নেভাডা অঞ্চলে ১৫০ টিরও বেশি ঘটনার পিছনে কীর্তিমান এই চতুষ্পদ৷ গত শুক্রবার ভালুকটি তাহোই কিজ এলাকায় একটি বাড়িতে হানা দিয়েছে৷
ক্যালিফর্নিয়ার মৎস্য ও বনদফতরের এক মুখপাত্র বলেছেন, ‘ কাছাকাছি অঞ্চলগুলিতে হানা দেয় ভালুকটি৷ আমরা সজাগ আছি। এমনভাবে কাজ করতে হবে যাতে জনজীবন এবং ভালুক, দু’টি দিকই নিরাপদ থাকে৷ ভালুকটি খুব খেতে ভালবাসে৷ মানুষের বাড়ি আসলে তার কাছে খাবারের উৎস৷
ভালুকটিকে ধরতে একাধিক ফাঁদ পেতেছে বনদপ্তর। কিন্তু সে কোনভাবেই ফাঁদে পা দেয় নি৷ আপাতত এই ‘ভালু’-কে বন্দি করতে গিয়ে কালঘাম ছুটেছে বনকর্মীদের৷ তবে এক বার বন্দি করা হলে ভালুকের ঠাঁই চিড়িয়াখানায় হবে বলে জানা গিয়েছে৷ তার উৎপাতে অতিষ্ঠ সাধারাণ মানুষ ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34