Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৯, ২০২২

পর্দায় অভিনয় করছেন মেসি ! আর্জেন্টাইন ক্রাইম থ্রিলারে অভিনয় সুপারস্টারের

আরম্ভ ওয়েব ডেস্ক
পর্দায় অভিনয় করছেন মেসি ! আর্জেন্টাইন ক্রাইম থ্রিলারে অভিনয় সুপারস্টারের

খেলার মাঠের তারকাদের পর্দায় প্রায়ই দেখা যায়। বিভিন্ন বিজ্ঞাপনে ভেসে ওঠে ফুটবল, ক্রিকেটারদের মুখ। তবে এটিকে ঠিক অভিনয় বলা যায় না। টিভি সিরিজ, ফিল্ম, ড্রামা কিংবা ডকুমেন্টারিতে কাজ করলেই কেবল কারো নামের পাশে অভিনেতা ট্যাগ লাগে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন লিওনেল মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সম্প্রতি একটি আর্জেন্টাইন টিভি সিরিজে অভিনয় করেছেন মেসি। তার চরিত্রের অংশটুকুর দৃশ্যায়ন হয়েছে প্যারিসে। ‌‘লস প্রটেকটরেস’ নামের সিরিজটির দ্বিতীয় সিজনে একটি ক্যামিও চরিত্র করছেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা।

তবে এখনই মেসির অভিনয় দেখা যাবে না। এর জন্য অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত, টিভি সিরিজটি মুক্তি পেলে তবেই গুণমুগ্ধরা দেখতে পাবেন তাঁদের পছন্দের খেলোয়ার খেলার মাঠ পেরিয়ে অভিনয় জগতেও কেমন লাজবাব অভিয় করলেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!