Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৩, ২০২২

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্ট, দেশজুড়ে স্কুলছুটের সংখ্যা বেড়ে দ্বিগুণ।নতুন ভর্তির নিরিখে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে গত এক বছরে, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলছুটের হার উদ্বেগজনক ভাবে বেড়েছে

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্ট, দেশজুড়ে স্কুলছুটের সংখ্যা বেড়ে দ্বিগুণ।নতুন ভর্তির নিরিখে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা

চিত্র সংগৃহীত

গত এক বছরে দেশজুড়ে স্কুলছুটের সংখ্যা বেড়ে দ্বিগুণ । কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে গত এক বছরে, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলছুটের হার উদ্বেগজনক ভাবে বেড়েছে । এমনকী কোভিড পরিস্থিতিতে যে হার ছিল, তার থেকেও বেশী । প্রাথমিক স্তরে সেই হার বাড়লেও উচ্চ স্কুল শিক্ষায় মাঝ পথে পড়াশুনা ছেড়ে দেওয়ার প্রবনতা কমেছে দেশে ।

আজ, বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের, দেশের জেলাওয়ারি শিক্ষা রিপোর্ট (UDISE) । দেশজুড়ে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বিদ্যালয়ের পঠন পাঠন, শিক্ষাক্ষেত্রের পরিকাঠামো, বিদ্যুৎ, স্কুল বাড়ি, সৌচাগার, ছাত্র-শিক্ষক অনুপাত সহ বিবধ বিষয়ের তথ্য নিয়েই তৈরী হয় এই প্রতিবেদন ।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এই রিপোর্ট অনুযায়ী, দেশের প্রাথমিক শিক্ষায় স্কুলছুটের পরিমাণ বেড়েছে ১.৫% । ২০২০-২১ শিক্ষাবর্ষে এই হার ছিল ০.৮% । উচ্চ প্রাথমিকে মাঝপথে ছাত্রছাত্রীদের পড়াশুনা ছেড়ে দেওয়ার হার ৩%। যা গত বছরের তুলনায় ১.১% বেশি । শিক্ষা সংক্রান্ত সরকারি প্রতিবেদনটি বলছে গত তিন বছরে মধ্যে এবার উচ্চ প্রাথমিকে স্কুলছুটের হার সর্বাধিক । ২০১৯ সালে স্কুলছুটের হার ছিল শতকরা ২.৬ । পরের বছর সেই প্রবনতা অনেকটাই কমেছিল । আরেকটি উদ্বেগের বিষয়, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের মধ্যে মাঝপথে স্কুল ছাড়ার প্রবনতা সবথেকে বেশি । যদিও ৮ থেকে ১২ ক্লাস অবধি স্কুল ছুটের হার কমেছে । গতবছর ছিল ১৪.৬%। ২০২০-২১ শিক্ষাবর্ষে সেই হার কমে দাড়িয়েছে ১২.৬ শতাংশে।

প্রসঙ্গত, এবছরের শুরুতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক একটি নির্দেশিকা জাড়ি করে । সেখানে দেশের প্রতিটা রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতি ছাত্রছাত্রীদের ফের স্কুলমুখী করার নির্দেশ ছিল । ২০২০-২১ শিক্ষাবর্ষের এই রিপোর্ট বলছে, গত এক বছরে ১৯.৬৩ লক্ষ নতুন ছাত্রছাত্রী স্কুলে ভর্তি হয়েছে । সরকারি এবং বেসরকারি শিক্ষা উদ্যোগ মিলিয়ে, দেশে ছাত্রছাত্রীদের সংখ্যা ২৫ কোটি ৫৭ লক্ষ । আরেকটি আশাজনক তথ্য, দেশজুড়ে ৮ লক্ষ ১৯ হাজার জন নতুন ছাত্রী স্কুলে ভর্তি হয়েছে । লিঙ্গ অনুযায়ী দেশে জনসংখ্যার যে অনুপাত, সেই ভিত্তিতে স্কুলমুখী ছাত্রীদের হার এই মুহুর্তে সমানুপাতিক । বয়েস ভেদে দেশের নারী শিক্ষার হার বাড়ছে । পাশাপাশি নতুন ছাত্রছাত্রীদের স্কুলে নাম নথিভূক্তকরণের হার বেড়ে ৫৭.৬ শতাংশ হয়েছে । ২০২০-২১ শিক্ষাবর্ষে এই হার ছিল ৫৩.৮% ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!