শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
চিত্র : সংবাদ সংস্থা
জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ। ২১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার, দীর্ঘ ৪০ দিন পর ছাড়া পেলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ধর্মতলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন, ভাঙড়ে তাঁর উস্কানিতে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুড় করে তাঁর সমর্থকেরা। একাধিকবার তাঁকে আদালতে তোলা হয় কিন্তু জামিন মেলেনি। নওশাদ ফুরফুরার সন্তান। পিরের বংশধর। আব্বাস সিদ্দিকীর ছোটোভাই, আব্বাস বড়ো ভাইজান বলে পরিচিত আর নওশাদ ছোটো ভাইজান। আব্বাসের মুক্তির দাবিতে মিছিলে সামিল হয় বামপন্থীরা। বিদ্বজনের অনেকেই তাঁর অবিলম্ব মুক্তির দাবি তুলেছিলেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34