Advertisement
  • প্রচ্ছদ রচনা স | হ | জ | পা | ঠ
  • আগস্ট ২৯, ২০২২

ভবিষ্যতের বার্তা নিয়ে চন্দ্রভিযানে আজ রওনা দেবে নাসার ‘আর্টেমিস-১’

ভারতীয় সময় অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা ৩ মিনিট থকে ৮টা ৩ মিনিটের মধ্যে কেনেডি স্পেস সেন্টারের 39B লঞ্চপ্যাড থেকে রওনা দেবে 'আর্টেমিস ১'।

আরম্ভ ওয়েব ডেস্ক
ভবিষ্যতের বার্তা নিয়ে চন্দ্রভিযানে আজ রওনা দেবে নাসার ‘আর্টেমিস-১’

চিত্র সংগৃহীত

আজ চন্দ্রাভিযানে রওনা দেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নতুন মহাকাশযান ‘আর্টেমিস ১’। সেই সঙ্গে শুরু হবে ‘ডিপ স্পেস এক্সপ্লোরেশন’-অভিযানের প্রথম পর্ব। ভারতীয় সময় অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা ৩ মিনিট থকে ৮টা ৩ মিনিটের মধ্যে কেনেডি স্পেস সেন্টারের 39B লঞ্চপ্যাড থেকে রওনা দেবে ‘আর্টেমিস ১’। সন্ধ্যা ৪টে থেকে, মহাকাশযানের নিক্ষেপ সরাসরি সম্প্রচারিত হবে গবেষণা সংস্থা ‘নাসা’-এর ইউটিউব চ্যানেলে

এই চন্দ্রাভিযানের প্রথম পর্বে, ‘ওরিয়ন স্পেসক্রাফট’, ‘স্পেস মোসান সিস্টেম রকেট’ এবং আরও নানান অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘আর্টেমিস-১’-র বিশেষত্ব, এই গগনযানে কোনো যাত্রীর প্রয়োজন নেই, এটি সম্পূর্ন স্ব-চালিত। ‘আর্টেমিস-১’ এর নিক্ষেপের সঙ্গে আরম্ভ হবে নাসা ‘ডিপ স্পেস এক্সপ্লোরেশন’-এর প্রথম পর্ব। তাঁরা জানিয়েছেন সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৪ সালে চাঁদের মাটিতে প্রথম মহিলা এবং অ-শ্বেতাঙ্গ নভোচদের পাঠাবেন তাঁরা। সেই অভিযানের জন্য ব্যবহৃত হবে বিশালাকার এসএলএস রকেট এবং ওরিয়ন স্পেসক্রাফট। এই অভিযান সফল হলে মঙ্গল-অভিযানের স্বপ্ন বেশি দূর হবে না বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

অভিযানের লক্ষ্য ?

আর্তেমিস-১ এর নিক্ষেপ আসলে একটি পরীক্ষামূলক অভিযান। ‘আর্টেমিস-১’ এর দ্বারা নাসা বিজ্ঞানীরা পরীক্ষা করতে চাইছেন ‘ওরিয়ন ক্যাপসুল’ নামক এক যাত্রীবাহী যানের, যেটি পরবর্তী কালে নভোচরদের চাঁদের মাটিতে নিয়ে যাবে। যদি এই অভিযানটি সফল হয় তবে পরবর্তী দুই ধাপে এসএলএস রকেট এবং ওরিয়ন ব্যবহার করবার ছাড়পত্র পাওয়া যাবে এবং মহাকাশযাত্রিদের অভিযানে পাঠাতে পারবেন নাসার বিজ্ঞানীরা।

অভিযানের এই পর্বের মেয়াদ কত দিন?

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ৪২দিন ৩ ঘন্টা ২০ মিনিট পর্যন্ত চলবে পর্বটি। বর্তমানে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট ‘আর্টেমিস-১’ এবং তাতে করেই রওনা দেবে ‘ওরিয়ন ক্যাপসুল’। অঙ্কের নিরিখে পৃথিবীর থেকে সাড়ে চার লক্ষ কিলোমিটার দূরে যাবে মহাকাশযানটি, মানুষের তৈরি অন্য সকল মহাকাশযানের তুলোনায় বেশি দূরত্ব।


❤ Support Us
error: Content is protected !!