- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- আগস্ট ৩১, ২০২২
শনিবার আবার ‘আর্টেমিস-১’ উৎক্ষেপনের চেষ্টা!
ভারতীয় সময় অনুযায়ী পরবর্তী লঞ্চের সময় হবে ২ সেপ্টেম্বর ২০২২, শনিবার সকাল ১১টা ৪৭ মিনিট। আবার মহাকাশযানটি নিক্ষেপ করাবার চেষ্টা করবে নাসা।

চিত্র সংগৃহীত
গত সোমবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, চন্দ্রাভিযানে অত্যাধুনিক মহাকাশযান উৎক্ষেপন করবার চেষ্টা করেন। কিন্তু যান্ত্রিক গোলযোগের ফলে সেটিকে বাতিল করা হয়। নাসার এক বিজ্ঞানীর সুত্রে জানা গেছে, শনিবার অর্থাৎ ৩ সেপ্টেমবর ২০২২-এ নাসা আবার মহাকাশযানটি নিক্ষেপ করবার প্রচেষ্টা করবেন।
‘আর্টেমিস-১’ নামক যাত্রীহীন মহাকাশযানটির নিক্ষেপ বাতিল করতে বাধ্য হয়েছিল নাসা। সারা বিশ্বের মহাকাশ ও নাসা প্রেমিদের হতাশার কারণ হয়ে উঠেছিল রকেটের অভ্যন্তরীণ কিছু যান্ত্রিক গোলযোগ। ‘আর্টেমিস-১’ এর নিক্ষেপ ছিল নাসার ‘ডিপ স্পেস এস্কপ্লোরেশন’-এর প্রথম পর্ব। যার পরবর্তী পর্ব গুলিতে নাসা ইতিহাসের প্রথম মহিলা নভোচরকে চাঁদে পাঠাবার সঙ্কল্প করেছেন।
নাসা কতৃপক্ষের সূত্রে জানা গেছে রকেট লঞ্চের সময় ‘আর্টেমিস-১’-এর একটি আরএস-২৫ ইঞ্জিনকে সঠিক তাপমাত্রায় আনা সম্ভব হচ্ছিল না। সেকারণে লঞ্চ বাতিল করেন বিজ্ঞানীরে।
‘আর্টেমিস-১’-এর মিশন ম্যানেজার মাইক সারাফিন জানালেন, আসছে শনিবার নাসা আবার মহাকাশযানটি নিক্ষেপ করাবার চেষ্টা করবে নাসা। ভারতীয় সময় অনুযায়ী পরবর্তী লঞ্চের সময় হবে ২ সেপ্টেম্বর ২০২২, শনিবার সকাল ১১টা ৪৭ মিনিট।
❤ Support Us